Ajker Patrika

সদস্যসচিবকে নিয়ে তৃণমূলে সমালোচনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৭
সদস্যসচিবকে নিয়ে তৃণমূলে সমালোচনা

রফিকুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব মনোনীত করায় তৃণমূলে সমালোচনার ঝড় বইছে।

দলীয় সূত্র জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদের অনুসারীদের বাদ দিয়ে গত বুধবার জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়াকে আহ্বায়ক এবং রফিকুল ইসলামকে সদস্যসচিব করে তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই কমিটির তালিকা গত বৃহস্পতিবার দুপুরে প্রকাশ করা হয়। কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি রফিকুল ইসলাম টিপুকে।

নেতা-কর্মীরা জানিয়েছেন, রফিকুল ইসলাম ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। সেই নির্বাচনী প্রচারে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশিদের ওপর হামলা চলান তাঁর অনুসারীরা। সেই নির্বাচনে পরাজিত হওয়ার পর দীর্ঘদিন তিনি রাজনীতিতে ছিলেন না। হঠাৎ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন তিনি। নৌকার নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন রফিকুল ইসলাম। রাজনীতির শুরু থেকে বিতর্কে জড়ানো রফিকুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব মনোনীত করায় তীব্র সমালোচনা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জের বিএনপিদলীয় সংরক্ষিত আসনের সাবেক সাংসদ আশিফা আশরাফি পাপিয়া বলেন, বিএনপিকে চাঁপাইনবাবগঞ্জে নিশ্চিহ্ন করতেই রফিকুল ইসলামকে জেলা বিএনপির সদস্যসচিব বানানো হয়েছে।

জেলা বিএনপির নতুন সদস্যসচিব রফিকুল ইসলাম বলেন, কেন্দ্র যা করেছে তা বুঝে-শুনেই করেছে। এখনই এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি। যে দায়িত্ব পেয়েছেন তা সঠিকভাবে পালন করতে চান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক গোলাম আজকের পত্রিকাকে জাকারিয়া বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জে একটা পরিবর্তন চাইছিল বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীরা। কেন্দ্র সেটাই করেছে। আমরা এ জন্য তাদের ধন্যবাদ জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত