Ajker Patrika

এ যেন পারিবারিক আবহ

আবির হাকিম, ঢাকা
আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১২: ২০
এ যেন পারিবারিক আবহ

সূর্য পশ্চিমাকাশে হেলে পড়তে শুরু করেছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শিক্ষার্থীদের আনাগোনা শুরু হয়। একজন-দুজন করে তৈরি হয় জটলা। সন্ধ্যার ঘণ্টাখানেক আগে থেকে গমগম করতে থাকে টিএসসি। গল্প, হুল্লোড় আর আনন্দের মধ্য দিয়ে সবাই সারেন ইফতার।

ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে রমজানের প্রতিদিনই হয় ইফতারের এমন আয়োজন। ইফতারের সব উপকরণ টিএসসিতেই পাওয়া যায়। তবুও অনেকে সোহরাওয়ার্দী উদ্যান, নীলক্ষেত বা পলাশী বাজার থেকে ইফতারসামগ্রী কিনে আনেন। কেউ আবার চকবাজারের বাহারি ইফতারি এনে আনন্দের মাত্রা বাড়িয়ে তোলেন। গতকাল রোববার ইফতারের সময় টিএসসিতে দেখা যায়, খাবারের প্যাকেট, পানির বোতল, প্লাস্টিকের গামলা, বসার জন্য খবরের কাগজ প্রভৃতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা। ছোট ছোট দলে ভাগ হয়ে ইফতার করতে বসেন তাঁরা। কোনো দলে দুই-চারজন, কোনোটিতে দশ-বারোজন, আবার কোথাও একটু বড় গ্রুপ। অধিকাংশের ইফতারের মেনুতে ছিল ছোলা, মুড়ি, পিয়াজি, বেগুনি, আলুর চপ, পাকোড়া, জিলাপি, খেজুর, লেবুর শরবতসহ নানা পদ। ছিল হরেক রকমের ফলও।

এখানে ইফতার করতে আসা বেশির ভাগই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থী। অনেকে আসেন পরিবার-পরিজন নিয়েও। এ ছাড়া টিএসসিকেন্দ্রিক বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং এলাকাভিত্তিক সংগঠনও এই মাঠে ইফতারের আয়োজন করে।

টিএসসির এক কোণে ইফতারি সামনে নিয়ে আড্ডা দিচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিষয়ক ম্যাগাজিন প্রাগ্-এর লেখকেরা। লেখকদের একজন সুরাইয়া রহমান বলেন, ‘বন্ধু-বান্ধব, সহপাঠীরা মিলে এখানে এক সঙ্গে ইফতার করি। আমরা অধিকাংশই হলে থাকি। পরিবার যেহেতু নেই, তাই কিছুটা পরিবারের আবহ পেতেই সবাই মিলে বসা।’

পরিবারের সঙ্গে গোল হয়ে বসে ইফতারি মাখাচ্ছিলেন ঢাবির সাবেক ছাত্র শাহনেওয়াজ রুবেল। জানালেন, ‘ছাত্রজীবনে টিএসসিতে বন্ধুদের সঙ্গে করা ইফতার আর পরিবারের সঙ্গে করা ইফতারের পার্থক্য খুঁজতে এসেছি। ছাত্রজীবনের সেই দিনগুলোই বেস্ট।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত