Ajker Patrika

টাঙ্গাইলে ঘরে বৃদ্ধের অর্ধগলিত লাশ

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৬
টাঙ্গাইলে ঘরে বৃদ্ধের অর্ধগলিত লাশ

টাঙ্গাইলে আনোয়ার তালুকদার (৭৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ তাঁর ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের আকুরটাকুর পাড়ার তালতলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

আনোয়ার তালুকদার ওই এলাকার মৃত আতোয়ার তালুকদারের ছেলে। পুলিশের ধারণা ৩ থেকে ৪ দিন আগে ঘুমন্ত অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক বেল্লাল হোসেন বলেন, আনোয়ার তালুকদারের স্ত্রী মাঝে-মধ্যেই ঢাকায় ছেলে-মেয়েদের সঙ্গে দেখা করতে যান। এ মাসের ২১ তারিখে তাঁর স্ত্রী ঢাকায় যাওয়ায় সেদিন থেকে তিনি বাসায় একাই থাকতেন। ২৩ ডিসেম্বর তিনি মোবাইল ফোনে স্ত্রী-সন্তানদের সঙ্গে কথা বলেন। এরপর থেকে পরিবারের সদস্যরা আতোয়ারকে একাধিকবার ফোন করেও পাচ্ছিলেন না। পরবর্তীতে তাঁদের এক ভাগনে বাসায় গিয়ে ডাকাডাকি করলেও ঘরের ভেতর থেকে কোনো সাড়া পাননি। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের তালা ভেঙে ঘুমন্ত অবস্থায় লেপে মোড়ানো লাশ উদ্ধার করে।

উপপরিদর্শক আরও বলেন, লাশটি অর্ধগলিত ছিল। ৩-৪ দিন আগে মারা যাওয়ায় লাশটিতে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত