Ajker Patrika

কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের সভা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৫: ১০
কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের সভা

মাগুরার শ্রীপুরে কবি কাজী কাদের নওয়াজের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের উদ্যোগে গতকাল শনিবার সকালে কবি ভবনে এ সভা হয়।

কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের সভাপতি মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুল্লার সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের উপদেষ্টা মোল্লা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা কবি মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজী আফতাব হোসেন, সাংস্কৃতিককর্মী মায়া ভৌমিক, মোছা. মিরান নাহার, সাংবাদিক মো. সাইফুল্লাহ, মহসিন মোল্যা প্রমুখ।

আলোচনা সভায় ৩ জানুয়ারি কবির মৃত্যুবার্ষিকী পালন ও ১৫ জানুয়ারি কবির জন্মবার্ষিকী পালন উপলক্ষে স্মরণিকা প্রকাশ, কবি মেলা, প্রতিযোগিতামূলক কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত