Ajker Patrika

চার উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন

মুরাদনগর প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৭: ৫৬
চার উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন

কুমিল্লা মুরাদনগর, বুড়িচং, চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। গতকাল এ সব ভবন উদ্বোধন করেন তিনি। এ উপলক্ষে গতকাল কুমিল্লার মুরাদনগরে মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য দেন তিনি।

সমাবেশে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘বিএনপি সরকারের আমলে বিশ্ব দরবারে দেশ ৪ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, এনে ছিল চুরির স্বীকৃতি; আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক উন্নয়ন পদক লাভ করেছেন ২৬টি। ’

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘বিএনপি দেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করেছিল, রেখে যেতে পারেনি কোনো উন্নয়নের স্বাক্ষর। তাদের দেশের প্রতি কোনো ভালোবাসা ও দায়বদ্ধতা ছিল না। তাই তারা এতিমের টাকাও লুটপাট করেছে, সেই টাকা চুরির অপরাধে আদালত খালেদা জিয়াকে সাজা দিয়েছে। অথচ শেখ হাসিনা বলেছেন দেশের একটা মানুষকেও গৃহহীন রাখবে না, সব জনসাধারণের খাদ্য অন্ন-বস্ত্র ও বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করবেন। দেশের মানুষের প্রতি ভালোবাসা না থাকলে এসব কাজ করা সম্ভব না।’

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ, কুমিল্লা-৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খাঁন, শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম ফারুক, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত