Ajker Patrika

লেনদেনে অস্বচ্ছতার পরিণাম

ড. আবু সালেহ মুহাম্মদ তোহা
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১১: ১৫
লেনদেনে অস্বচ্ছতার পরিণাম

লেনদেনে স্বচ্ছতা ও আমানতদারিতা ইবাদত কবুলের পূর্বশর্ত। অনিয়ম-অস্বচ্ছতা মানুষের নেক আমল ধ্বংস করে দেয়। চুরি-ডাকাতি, দুর্নীতি, সন্ত্রাস, দখলদারি, সম্পদ আত্মসাৎ ইত্যাদি আর্থিক অস্বচ্ছতার উদাহরণ। ইসলামের দৃষ্টিতে এসব জঘন্যতম গুনাহের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, ‘হে ইমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস কোরো না। শুধু তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা-ই বৈধ।...’ (সুরা নিসা/ ২৯)

মহানবী (সা.) সব ধরনের অস্বচ্ছতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন এবং এসব কাজের ভয়াবহ পরিণতির কথা বলেছেন। লেনদেনে অস্বচ্ছ মানুষকে তিনি প্রকৃত দরিদ্র আখ্যা দিয়ে বলেন, ‘তোমরা কি জানো দরিদ্র কে?’ সাহাবায়ে কেরাম বললেন, ‘আমাদের মধ্যে দরিদ্র ওই ব্যক্তি, যার কোনো অর্থ ও সম্পদ নেই।’ তিনি বললেন, ‘আমার উম্মতের মধ্যে দরিদ্র ওই ব্যক্তি যে কেয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাত নিয়ে হাজির হবে। সে আরও নিয়ে আসবে—অন্যকে এই পরিমাণ গালি দিয়েছে, এই পরিমাণ মিথ্যা অপবাদ দিয়েছে, এই পরিমাণ সম্পদ খেয়েছে, এই পরিমাণ রক্ত প্রবাহিত করেছে, এই পরিমাণ প্রহার করেছে। তার নেকি থেকে সমপরিমাণ (ক্ষতিগ্রস্তদের) প্রদান করতে হবে। তার দায় শেষ হওয়ার আগেই তার নেকি শেষ হয়ে যাবে। তখন ক্ষতিগ্রস্তদের পাপ থেকে সমপরিমাণ নিয়ে তার ওপর নিক্ষেপ করা হবে। অবশেষে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।’ (মুসলিম: ৬৭৪৪)

বোঝা গেল, আর্থিক স্বচ্ছতা না থাকলে নামাজ, রোজা, জাকাতের মতো ইবাদত-বন্দেগিও কোনো কাজে আসবে না। কাজেই বলা যায়, আর্থিক স্বচ্ছতাই ইবাদতের রক্ষাকবচ এবং অনিয়ম-অস্বচ্ছতা ধ্বংসের কারণ।

লেখক: সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত