Ajker Patrika

টিভিতে আজকের সিনেমা

বিনোদন প্রতিবেদক
টিভিতে আজকের সিনেমা

এটিএন 
মনের জ্বালা (সকাল ১০টা ২০ মিনিট): পরিচালনায় মালেক আফসারী, অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, ববিতা, মিশা সওদাগর।

চ্যানেল আই 
কুড়া পক্ষীর শূন্যে উড়া (সকাল ১০টা ১৫ মিনিট): পরিচালনায় মোহাম্মদ আব্দুল কাইউম, অভিনয়ে আবুল কালাম আজাদ, জয়িতা মহলানবিশ ও উজ্জল কবির হিমু।

আরটিভি 
ফেরা (২টা ১০ মিনিট): রচনা ও পরিচালনা সুমন ধর, অভিনয়ে দিঘী, ইয়াশ রোহান।

দীপ্ত টিভি
মুখোশ (বেলা ১টা): পরিচালনায় ইফতেখার শুভ, অভিনয়ে মোশাররফ করিম, পরীমণি, রোশন।

বাংলাভিশন 
লাভ ম্যারেজ (সকাল ১০টা ৫ মিনিট): পরিচালনায় শাহীন সুমন, অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস।
 
দুরন্ত 
মার্টিন অ্যান্ড দ্য ম্যাজিক্যাল ফরেস্ট (বেলা ৩টা): বাংলা ডাব করা সিনেমা। অভিনয়ে শিবাস্তেয়ান পোথে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত