Ajker Patrika

রায়পুরে তিন ইউনিয়নে সেবা দেবে ‘স্বপ্নযাত্রা’ অ্যাম্বুলেন্স

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২২, ১৩: ৪১
রায়পুরে তিন ইউনিয়নে সেবা দেবে ‘স্বপ্নযাত্রা’ অ্যাম্বুলেন্স

লক্ষ্মীপুরের রায়পুরে ‘স্বপ্নযাত্রা’ অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) পরিচালনায় উত্তর ও দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের রোগী বহনে এটি ব্যবহৃত হবে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার জনকল্যাণ বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্জন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে সমন্বয় করেন রায়পুর ইউপি চেয়ারম্যান সফিউল আযম সুমন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, সিভিল সার্জন আহাম্মদ কবীর, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান প্রমুখ। 

ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) ও জাইকার অর্থায়নে ৩০ লাখ টাকা ব্যয়ে অ্যাম্বুলেন্সটি কেনা হয়েছে। নামমাত্র ভাড়ায় ২৪ ঘণ্টা সেবা পাবেন তিনটি ইউনিয়নের জনগণ। অ্যাপের মাধ্যমে সহজেই এই সেবা পারবেন।

অ্যাম্বুলেন্সের সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘স্বপ্নযাত্রা’ নামের অ্যাপটি ডাউনলোড করতে হবে। সেখানে বিস্তারিত তথ্য ও সেবার জন্য নির্দেশনা পাওয়া যাবে। এ ছাড়া ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার জন্য দুটি অ্যাম্বুলেন্স কেনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা প্রশাসক বলেন, ‘রায়পুরে স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধনের মাধ্যমে জেলার ৫টি উপজেলাই এখন এ সেবার আওতায় এসেছে। প্রতিটি গ্রামের মানুষ যাতে শহরের সুযোগ-সুবিধা পায়, এ জন্য আমরা কাজ করে যাচ্ছি।’

সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রীর স্বপ্ন ‘আমার গ্রাম, আমার শহর’ বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। তরুণদের নেতৃত্বে রায়পুরকে পরিবর্তন করতে সম্মিলিতভাবে কাজ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত