Ajker Patrika

বিয়ের প্রস্তাব নাকচ করায় কিশোরী ধর্ষণ

বরগুনা প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১২: ১০
বিয়ের প্রস্তাব নাকচ করায় কিশোরী ধর্ষণ

বরগুনার বামনায় বিয়ের প্রস্তাব নাকচ করার জের ধরে হুমায়ুন কবির হিমু নামে এক ব্যক্তির বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বুধবার দুপুরে ওই কিশোরীর বাবা বাদী হয়ে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ৩০ সেপ্টেম্বর হিমু বরগুনার বামনায় বেড়াতে যান। সেখানে ওই কিশোরীকে বিয়ের প্রস্তাব দেন তিনি। কিন্তু কিশোরীর পরিবার তাঁর সঙ্গে বিয়েতে অসম্মতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে পরদিন সন্ধ্যায় কিশোরীর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন হিমু। পরে কিশোরীর চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করেন। এ সময় হিমু পালিয়ে যান।

কিশোরীর বাবা বলেন, ‘আমার মেয়েকে বিয়ে করার জন্য দীর্ঘদিন ধরে প্রস্তাব দিতে থাকে হিমু। আমরা হিমুর সঙ্গে মেয়েকে বিয়ে দিতে রাজি হইনি। পরে আমার মেয়েকে একা পেয়ে ঘরে ঢুকে এবং খুনের ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর আমি বামনা থানায় মামলা করতে যাই। কিন্তু থানায় মামলা নেয়নি। পরে কোনো উপায় না পেয়ে বরগুনার আদালতে মামলা দায়ের করি।’

মামলা না নেওয়ার অভিযোগ অস্বীকার করে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশিরুল আলম বলেন, ‘এ বিষয়ে থানায় কেউ মামলা করতে আসেনি। ওই কিশোরীর বাবা মিথ্যা কথা বলছে। থানায় আসলে অবশ্যই মামলা নেওয়া হতো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত