Ajker Patrika

প্রেসিডেন্ট পালানোর সময় পিয়ানো বাজাচ্ছিলেন পুলিশ

এএফপি, কলম্বো
প্রেসিডেন্ট পালানোর সময় পিয়ানো বাজাচ্ছিলেন পুলিশ

কথায় আছে, ‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কাকে ‘বাঁচাতে’ দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেকে গত বছর উৎখাত করেন বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট প্যালেস থেকে পালাতে বাধ্য হন তিনি। ক্ষমতা হারিয়ে সাবেক প্রেসিডেন্টের ঘোর সর্বনাশ হলেও আশার আলো দেখতে পায় জনগণ। ওই সময়ে প্রেসিডেন্ট প্যালেস চত্বরে বিক্ষোভকারীদের উৎসাহ জোগাতে পিয়ানো বাজিয়েছিলেন একজন পুলিশ। এবার সর্বনাশটা বোধ হয় তাঁরই হলো!

কনস্টেবল আর এম ডি দয়ারত্নে নামের সেই পুলিশকে চাকরিচ্যুত করা হয়েছে। শ্রীলঙ্কার পুলিশ বিভাগ গতকাল শুক্রবার এই তথ্য জানিয়েছে। দয়ারত্নেকে প্রেসিডেন্টের বাসভবন রক্ষার জন্য মোতায়েন করা হয়েছিল। কিন্তু তিনি এটি না করে ভবনটির চত্বরে রাখা একটি বড় পিয়ানোর সামনে বসে পড়েন। বিক্ষোভকারীদের ভিড়ের মধ্যেই একটি গানের সুর তোলেন তিনি। হয়তো তিনিও মনে মনে চাইতেন তৎকালীন প্রেসিডেন্টের সর্বনাশ!

প্রাচীন রোমান সম্রাটের কথা উল্লেখ করে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘তিনি (দয়ারাত্নে) আমাদের নিরো ছিলেন। প্রাচীন রোমান সম্রাট নিরো রোম শহর এক সপ্তাহব্যাপী আগুনে পুড়ে যাওয়ার সময় নির্লিপ্তভাবে বাঁশি বাজিয়েছিলেন।’ দীর্ঘ তদন্তের পর দয়ারত্নে শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে প্রমাণিত হওয়ায় তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে।

দুর্নীতি, অর্থনৈতিক সংকটসহ বিভিন্ন অভিযোগে গত বছর রাজাপক্ষেকে প্রেসিডেন্ট পদ থেকে উৎখাত করার আগে তাঁর পদত্যাগের দাবিতে বিক্ষোভশিবির স্থাপন করেন প্রতিবাদকারীরা। কিন্তু ফল না পাওয়ায় একসময় তাঁর বাসভবনে ঢুকে পড়েন তাঁরা। এ সময় ব্যাপক ভাঙচুর চালান বিক্ষোভকারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত