Ajker Patrika

বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদে এবার সমন্বয় কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩১ মার্চ ২০২২, ১০: ৩১
বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদে এবার সমন্বয় কমিটি

রেলওয়ে বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা এবার ‘সমন্বয় কমিটি’ গঠন করেছেন। চট্টগ্রামের সিআরবিতে উচ্ছেদ অভিযানে রেলওয়ে পূর্বাঞ্চলের বিদ্যুৎ বিভাগের কর্মীদের মারধরের পর উপদেষ্টা পরিষদ গঠনের সাত দিনের মাথায় এই কমিটি গঠন করা হলো।

চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় এম এস হক মিলনায়তনে এক জরুরি সভায় গত সোমবার এ কমিটি গঠন করা হয়। ওই সভায় সিদ্ধান্ত হয় আজ (বৃহস্পতিবার) জরুরি সভার মাধ্যমে গঠন করা হবে রেলওয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি।

বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা জানান, রেলওয়ে বিদ্যুৎ বিভাগকে ঘিরে সম্প্রতি একাধিক কমিটি গঠনের জেরে কোন্দল সৃষ্টি হয় কর্মচারীদের মধ্যে। এ সংকট নিরসনে বিবাদমান পক্ষগুলোর প্রতিনিধিদের নিয়ে এ সমন্বয় কমিটি গঠিত হয়েছে।

এতে দায়িত্বপ্রাপ্তরা হলেন রাজিবুল হাসান রাজিব, মো. শাহিনুর রহমান, মাকসুদুর রহমান (বাবু), ইফতেখার উদ্দিন মেহেদী, শাহরিয়া আজাদ হানিফ, মো. অলিউজ্জামান আকরাম, মো. সালাউদ্দিন।

এর আগে গত ২৩ মার্চ শ্রমিক কর্মচারীদের সমসাময়িক সমস্যা সমাধান ও ন্যায্য দাবি আদায়ে কার্যকর কমিটি গঠনের লক্ষ্যে রেলওয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে গঠিত হয় ১১ সদস্যর একটি উপদেষ্টা কমিটি।

এতে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন মো. ইব্রাহিম (জাবেদ)। বাকি ১০ উপদেষ্টা হলেন, মো. মোস্তফা, তবারক উল্ল্যাহ, মো. মানিক, মো. আব্দুর রব, মনিরুল হক, আলী আশ্রাফ, মো. তোফাজ্জল হোসেন, মো. মিজান, মো. জাকির আহমেদ, আব্দুস সাত্তার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত