Ajker Patrika

বিসিএস পরীক্ষাকেন্দ্রের পাশে চারজনের বেশি একত্রে চলাচল নিষিদ্ধ

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৭
বিসিএস পরীক্ষাকেন্দ্রের পাশে চারজনের বেশি একত্রে চলাচল নিষিদ্ধ

আগামীকাল বুধবার থেকে ১২ জানুয়ারি পর্যন্ত রাজশাহী কলেজিয়েট স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত হবে ৪১ তম বিসিএস পরীক্ষা। এ জন্য কেন্দ্রটির চারপাশে ২০০ গজের মধ্যে চারজনের বেশি একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।

গতকাল সোমবার দুপুরে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করেন। নিষেধাজ্ঞায় আরও বলা হয়, পরীক্ষা কেন্দ্রের চারপাশে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হলো। পরীক্ষা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনের ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত