তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
দেশে উত্তরের সর্বশেষ জেলা পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়া। হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এই উপজেলায় প্রতি শীত মৌসুমে কনকনে শীত অনুভূত হয়। এবারে গত সাত দিন ধরে তাপমাত্রা হ্রাস পাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা।
আজ শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন রেকর্ড তাপমাত্রা।
আর এ উপজেলায় এক সপ্তাহ ধরে টানা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে বলে নিশ্চিত করেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।
আবহাওয়া অফিস বলছে, এ উপজেলা থেকে হিমালয় অনেক কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে বয়ে আসা হিমশীতল বাতাসের ফলে কনকনে শীত অনুভূত হচ্ছে। এ মাসের দিকে তাপমাত্রা আরও কমবে এবং শীতের তীব্রতা আরও বাড়বে।
সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত কখনো ঘন, আবার কখনো মাঝারি ধরনের কুয়াশায় আচ্ছাদিত থাকছে চারপাশ। সঙ্গে বইতে শুরু করে হিমেল হাওয়া। সকালের পর কিছুটা সূর্যের আলো দেখা গেলেও সূর্যের উত্তাপ মিলছে না।
উপজেলার ভজনপুর এলাকার ভ্যানচালক জিতেন রায় বলেন, ‘কয়েক দিন ধরে অনেক বেশি শীত পড়তেছে। আমরা ঠিকমতো ভ্যান চালাতে পারছি না। অনেক কষ্ট হচ্ছে আমাদের।’
একই ধরনের মন্তব্য করেছেন উপজেলার দেবনগর ইউনিয়নের নিজবাড়ী এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম। তিনি পাথরশ্রমিকের কাজ করেন। জাহিদুল বলেন, ‘শীতের কারণে আমরা নদীতে নেমে পাথর উত্তোলন করতে পারছি না, ঠান্ডা করে। কয়েক দিন ধরে অনেক বেশি করতেছে।’
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত উত্তরের বয়ে আসা হিমালয়ের হিম বায়ুর কারণে এখানে শীতে তাপমাত্রা হ্রাস পায়। দীর্ঘস্থায়ী শীত অনুভূত হয়।’
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু প্রতিবছর এই উপজেলায় কনকনে শীত অনুভূত হয়, তাই আমরা শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। যারা প্রকৃত গরিব, অসহায় ও শীতার্ত মানুষ তাদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।’
দেশে উত্তরের সর্বশেষ জেলা পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়া। হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এই উপজেলায় প্রতি শীত মৌসুমে কনকনে শীত অনুভূত হয়। এবারে গত সাত দিন ধরে তাপমাত্রা হ্রাস পাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা।
আজ শুক্রবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন রেকর্ড তাপমাত্রা।
আর এ উপজেলায় এক সপ্তাহ ধরে টানা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে বলে নিশ্চিত করেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।
আবহাওয়া অফিস বলছে, এ উপজেলা থেকে হিমালয় অনেক কাছাকাছি হওয়ায় উত্তর দিক থেকে বয়ে আসা হিমশীতল বাতাসের ফলে কনকনে শীত অনুভূত হচ্ছে। এ মাসের দিকে তাপমাত্রা আরও কমবে এবং শীতের তীব্রতা আরও বাড়বে।
সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত কখনো ঘন, আবার কখনো মাঝারি ধরনের কুয়াশায় আচ্ছাদিত থাকছে চারপাশ। সঙ্গে বইতে শুরু করে হিমেল হাওয়া। সকালের পর কিছুটা সূর্যের আলো দেখা গেলেও সূর্যের উত্তাপ মিলছে না।
উপজেলার ভজনপুর এলাকার ভ্যানচালক জিতেন রায় বলেন, ‘কয়েক দিন ধরে অনেক বেশি শীত পড়তেছে। আমরা ঠিকমতো ভ্যান চালাতে পারছি না। অনেক কষ্ট হচ্ছে আমাদের।’
একই ধরনের মন্তব্য করেছেন উপজেলার দেবনগর ইউনিয়নের নিজবাড়ী এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম। তিনি পাথরশ্রমিকের কাজ করেন। জাহিদুল বলেন, ‘শীতের কারণে আমরা নদীতে নেমে পাথর উত্তোলন করতে পারছি না, ঠান্ডা করে। কয়েক দিন ধরে অনেক বেশি করতেছে।’
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত উত্তরের বয়ে আসা হিমালয়ের হিম বায়ুর কারণে এখানে শীতে তাপমাত্রা হ্রাস পায়। দীর্ঘস্থায়ী শীত অনুভূত হয়।’
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু প্রতিবছর এই উপজেলায় কনকনে শীত অনুভূত হয়, তাই আমরা শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। যারা প্রকৃত গরিব, অসহায় ও শীতার্ত মানুষ তাদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।’
বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআইয়ের আজ সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ১৭১, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ২য়। গতকাল সোমবার একই সময়ের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ছিল ১৩১, অবস্থান ছিল ৭ম।
১ ঘণ্টা আগেআজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল এই এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ১৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০ মিলিমিটার।
১ দিন আগেবাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস।
১ দিন আগেদই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। এর ধারাবাহিকতায় সারা দেশের তাপমাত্রা আজ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিন অনুযায়ী, আজ আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে
২ দিন আগে