Ajker Patrika

পরিবেশবান্ধব পণ্যের মেলা: পলিথিন ব্যাগের বিকল্প পাট, কাগজ, বাঁশ ও বেতের পণ্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ২৯
পরিবেশবান্ধব পণ্যের মেলা: পলিথিন ব্যাগের বিকল্প পাট, কাগজ, বাঁশ ও বেতের পণ্য

পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যসামগ্রীর মেলা উদ্বোধন এবং স্টল ঘুরে দেখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

আজ রোববার নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যসামগ্রী নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনার শেষে মেলা ঘুরে দেখেন উপদেষ্টা।

পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যসামগ্রীর ঘুরে দেখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।  ছবি: সংগৃহীতমেলায় সরকারি ও বেসরকারি উদ্যোক্তারা ২৪টি স্টলে পরিবেশবান্ধব পণ্য প্রদর্শন করেন। পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ, পাটের ব্যাগ, কাগজের ব্যাগ, বাঁশ ও বেতের তৈরি পণ্য প্রদর্শিত হয়।

পলিথিনের বিকল্প পাটের ব্যাগ দেখছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা। ছবি: পিআইডিউপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী প্রজন্মকে রক্ষার জন্য পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধ করতে হবে। আগামী ১ অক্টোবর থেকে শপিং মলগুলোয় এবং ১ নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধের উদ্যোগ নেওয়া হবে। নিজ দায়িত্বে সবাইকে পলিথিন পরিহার করতে হবে। ১ নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হবে।

পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যসামগ্রীর প্রদর্শনী উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীতসৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, আইন অনুযায়ী পলিথিন বর্জনের কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। শপিং সেন্টার ও দোকান মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই কার্যক্রম চলছে। ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে প্লাস্টিকমুক্ত ঘোষণা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত