Ajker Patrika

উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি, দক্ষিণের ৮ জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি, দক্ষিণের ৮ জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস

দেশে উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা থাকলেও দক্ষিণাঞ্চলে অনেকটা কমে এসেছে। তবে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এর মধ্যে দেশের আট জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ। আবহাওয়া বিভাগ জানিয়েছে, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এদিকে উত্তর-পূর্বাঞ্চলে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। 

আজ বুধবার রাতে আবহাওয়াবিদ মোনওয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের উত্তর-পূর্বাঞ্চলের দুটি বিভাগে এখনো বৃষ্টি হচ্ছে; কালও হবে। আর দক্ষিণের আট জেলায় এখন মৃদু তাপ প্রবাহ চলছে; তাও অব্যাহত থাকবে।’ 

আবহাওয়া অধিদপ্তর উল্লিখিত দক্ষিণের আটটি জেলা হলো—মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, রাজশাহী, খুলনা, সাতক্ষীরা, যশোর ও বাগেরহাট। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট, রংপুর ও বরিশাল বিভাগে বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাঙামাটিতে ৪৮ মিলিমিটার। বুধবার ঢাকায় কোনো বৃষ্টি হয়নি। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত