Ajker Patrika

৫ জেলায় মৃদু তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জুলাই ২০২২, ১৭: ০৫
৫ জেলায় মৃদু তাপপ্রবাহ, কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা

দেশের আট বিভাগে কমবেশি বৃষ্টির আভাসের খবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের পাঁচ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। 

আজ সোমবার বিকেলে আবহাওয়াবিদ এস এম কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাভাবিক মৌসুমের কারণে এ সময় বৃষ্টির প্রবণতা থাকে। দেশের সব বিভাগে কমবেশি বৃষ্টিপাত হবে। তবে রাজশাহী ও রংপুর ছাড়া বাকি বিভাগগুলোতে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। আর সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।’ 

রোববার (১০ জুলাই) সকাল ৬টা থেকে সোমবার (১১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহী ও রংপুর ছাড়া আর বাকি সব বিভাগে কমবেশি বৃষ্টিপাত হয়েছে। এ সময় সিলেট ও পটুয়াখালীতে সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ঢাকায় এ সময় এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। 

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা, ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি  বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত