Ajker Patrika

উপকূলে তাওকতের তাণ্ডব, ভারতে ২১ জনের প্রাণহানি নিখোঁজ ৯৬

উপকূলে তাওকতের তাণ্ডব, ভারতে ২১ জনের প্রাণহানি নিখোঁজ ৯৬

ঢাকা: শক্তিশালী ঘূর্ণিঝড় তাওকতের তাণ্ডবে ভারতে এ পর্যন্ত ২১ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া প্রবল শক্তিশালী এই সামুদ্রিক ঝড়ে লণ্ডভণ্ড উপকূলীয় এলাকায় নিখোঁজ রয়েছেন ৯৬ জন।

ভারতের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমাঞ্চলীয় উপকূলে গতকাল সোমবার দিবাগত রাতে আঘাত হানে। আজ মঙ্গলবার ভোরে আঘাত হানে গুজরাট উপকূলে। এই ঘূর্ণিঝড় করোনা মহামারিতে ধুঁকতে থাকা ভারতের দুর্ভোগকে আরও বাড়িয়ে দিয়েছে। গুজরাট উপকূল থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থিত হাসপাতালগুলো থেকে কোভিড রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে সময়মতো স্থানান্তর করতে না পারায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাওকতের কারণে গুজরাটে দুইদিন ও মুম্বাইতে একদিনের জন্য করোনার টিকাদান কার্যক্রম বাতিল করা হয়েছে।

এদিকে শক্তিশালী ঘূর্ণিঝড় তওকত দুর্বল হতে শুরু করেছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স প্রধানের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিপদ কেটে গেছে। আজ সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি দুর্বল হতে হতে নিম্নচাপে পরিণত হবে।

ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে গেছে গাছপালা, বিদ্যুতের খুঁটি ও মোবাইল ফোন নেটওয়ার্কের টাওয়ার। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি এলাকা।

ঘূর্ণিঝড়ের ক্ষতি থেকে বাঁচতে গতকাল সোমবার গুজরাটের দুই লাখের বেশি মানুষকে বসতি থেকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়। আজ ভোরে ঘূর্ণিঝড়টি গুজরাট উপকূল অতিক্রম করে। ভারতের পুরো পশ্চিম উপকূল দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়টি মুম্বাই শহরের পাশ দিয়ে তাণ্ডব চালিয়েছে।

১৯৯৮ সালের পর গুজরাট এবং প্রতিবেশী মহারাষ্ট্র রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত