Ajker Patrika

ভারী বর্ষণ হতে পারে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৩ জুন ২০২১, ১৫: ১৫
ভারী বর্ষণ হতে পারে

ঢাকা : ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির কারণে এমনটি হতে পারে। সেই সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে বলেও অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম–কক্সবাজার–মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত এখনো অব্যাহত রেখেছে আবহাওয়া অফিস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বঙ্গোপসাগরের উপকূলবর্তী বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোতে এই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আজ রোববার সকালে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর আরও বলেছে, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য রয়েছে এবং গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। লঘুচাপটি আরও কয়েক দিন থাকতে পারে। পরে দুর্বল হয়ে এটি ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলে আছড়ে পড়তে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত