প্রতিনিধি
সিলেট: জেলায় গত ২৪ ঘণ্টায় পাঁচ দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে নগরীর পাঠানটুলা দর্জিবাড়ী এলাকার পল্লবী ব্লক-সি-১৬/১ আহাদ টাওয়ার নামে একটি ভবন হেলে পড়েছে। এ নিয়ে দুদিনের মধ্যে পাঁচবার ভূকম্পন অনুভূত হওয়ায় সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি ‘হটলাইন’ সেবা চালু করা হয়েছে। নম্বর ০১৯১১২৪৯৬৯৯।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, গতকাল শনিবার থেকে আজ পর্যন্ত সিলেটে পাঁচবার ভূকম্পন হয়। এ সময় ছয়তলা এ ভবনটি কিছুটা হেলে পড়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, সিসিকের প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য, রাজু উদ্দিন আহমদ ও লিপু সিংহ।
এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী দ্রুত ভবন থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দেন। মেয়রের পরামর্শে আজ রোববার সকাল থেকে বাসার ১১টি ইউনিটের বাসিন্দারা অন্যত্র সরে যেতে শুরু করেছেন।
মেয়র আরিফুল হক বলেন, ভবনটি যথাযথভাবে নির্মাণ করা হয়েছে কি না, বা অনুমোদন নেওয়ার পর কোনো পরিবর্তন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি এম আশরাফ উল্লাহ তাহের জানান, শনিবারের ভূমিকম্পে পাঠানটুলা দর্জিপাড়া এলাকার বাসাটি হেলে পড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
পুলিশ কর্মকর্তা তাহের জানান, ভবনটির মালিক বাহরাইনপ্রবাসী। একজন কেয়ারটেকার ওই বাসা দেখাশোনা করেন।
আবহাওয়া অফিসের তথ্যমতে, শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে রিখটার স্কেলে ৩ মাত্রার, ১০টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ডে ৪ দশমিক ১, সকাল ১১টা ২৯ মিনিট ৫৩ সেকেন্ডে ২ দশমিক ৮ মাত্রার এবং দুপুর ২টায় রিখটার স্কেলে ৪ মাত্রায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। আজ ভোর ৪টা ৩৫ মিনিট ১৩ সেকেন্ডে ২ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। দুদিনের ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গতকাল বিকেলে সিলেট সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তর ও শাখার সঙ্গে আয়োজিত জরুরি সভা থেকে নগরবাসীকে আতঙ্কিত না হয়ে সচেতন ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে অনুরোধ জানানো হয়।
এ সময় দুর্যোগ পরিস্থিতিতে সিলেট মহানগরে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সব বিভাগ, শাখা ও দপ্তরের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। চালু করা হয়েছে একটি হটলাইন নম্বর।
সিলেট: জেলায় গত ২৪ ঘণ্টায় পাঁচ দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে নগরীর পাঠানটুলা দর্জিবাড়ী এলাকার পল্লবী ব্লক-সি-১৬/১ আহাদ টাওয়ার নামে একটি ভবন হেলে পড়েছে। এ নিয়ে দুদিনের মধ্যে পাঁচবার ভূকম্পন অনুভূত হওয়ায় সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি ‘হটলাইন’ সেবা চালু করা হয়েছে। নম্বর ০১৯১১২৪৯৬৯৯।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, গতকাল শনিবার থেকে আজ পর্যন্ত সিলেটে পাঁচবার ভূকম্পন হয়। এ সময় ছয়তলা এ ভবনটি কিছুটা হেলে পড়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, সিসিকের প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য, রাজু উদ্দিন আহমদ ও লিপু সিংহ।
এ সময় মেয়র আরিফুল হক চৌধুরী দ্রুত ভবন থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দেন। মেয়রের পরামর্শে আজ রোববার সকাল থেকে বাসার ১১টি ইউনিটের বাসিন্দারা অন্যত্র সরে যেতে শুরু করেছেন।
মেয়র আরিফুল হক বলেন, ভবনটি যথাযথভাবে নির্মাণ করা হয়েছে কি না, বা অনুমোদন নেওয়ার পর কোনো পরিবর্তন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি এম আশরাফ উল্লাহ তাহের জানান, শনিবারের ভূমিকম্পে পাঠানটুলা দর্জিপাড়া এলাকার বাসাটি হেলে পড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত ভবনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
পুলিশ কর্মকর্তা তাহের জানান, ভবনটির মালিক বাহরাইনপ্রবাসী। একজন কেয়ারটেকার ওই বাসা দেখাশোনা করেন।
আবহাওয়া অফিসের তথ্যমতে, শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে রিখটার স্কেলে ৩ মাত্রার, ১০টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ডে ৪ দশমিক ১, সকাল ১১টা ২৯ মিনিট ৫৩ সেকেন্ডে ২ দশমিক ৮ মাত্রার এবং দুপুর ২টায় রিখটার স্কেলে ৪ মাত্রায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। আজ ভোর ৪টা ৩৫ মিনিট ১৩ সেকেন্ডে ২ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। দুদিনের ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গতকাল বিকেলে সিলেট সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তর ও শাখার সঙ্গে আয়োজিত জরুরি সভা থেকে নগরবাসীকে আতঙ্কিত না হয়ে সচেতন ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে অনুরোধ জানানো হয়।
এ সময় দুর্যোগ পরিস্থিতিতে সিলেট মহানগরে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সব বিভাগ, শাখা ও দপ্তরের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। চালু করা হয়েছে একটি হটলাইন নম্বর।
আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১৭ ঘণ্টা আগেবায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ মঙ্গলবারও ঢাকার বায়ুমান ৬০, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৪৯। গতকাল সোমবার ৫৫ বায়ুমান নিয়ে ৬০তম স্থানে ছিল ঢাকা।
১৮ ঘণ্টা আগেআজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
২ দিন আগেবায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ সোমবারও ঢাকার বায়ুমান ৫৫, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৬০।
২ দিন আগে