Ajker Patrika

মাছ বাঁচাতে নদীর পাশে বৃক্ষরোপণ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২: ০৮
মাছ বাঁচাতে নদীর পাশে বৃক্ষরোপণ

স্যামন মাছের প্রজননস্থল হিসেবে খ্যাত স্কটল্যান্ডের ‘ডি’ নদীর পাশে গাছ লাগাবে সে দেশের সরকার। তাপমাত্রা বেড়ে যাওয়ায় এই উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে নদীর দুই পাশের তীরে কয়েক মিলিয়ন গাছ লাগানো হবে। যুক্তরাজ্যের গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বছর স্যামন মাছের প্রজনন মৌসুমে ‘ডি’ নদীর পানির তাপমাত্রা রেকর্ড পরিমাণ বেড়ে যায়। ফলে গত বছর স্যামন মাছের প্রজনন ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। এতে নদীতে স্যামন মাছের উৎপাদনও কমে যায়। এ জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই নদীর প্রায় ১ লাখ ৩ হাজার কিলোমিটার এলাকাজুড়ে স্যামন মাছ বসবাস করে। তাই তাপমাত্রার ভারসাম্য রক্ষার জন্য নদীর দুই পাশে বিভিন্ন প্রজাতির কয়েক মিলিয়ন গাছ লাগানো হবে। এতে জীববৈচিত্র্য রক্ষা হবে।

যেসব গাছ লাগানো হবে তার মধ্যে রয়েছে—অ্যাস্পেন, উইলো, কাঁটাযুক্ত গাছ, স্কটিশ পাইন, রোয়ান, জুনিপার এবং বার্চ। এই গাছগুলো ছায়াযুক্ত হওয়ায় এগুলো নদীর পানির তাপমাত্রা যেন না বাড়ে, সে জন্য ভূমিকা রাখবে।

আড়াই লাখ গাছ প্রাথমিকভাবে লাগানো হবে। এরপর ধীরে ধীরে এই সংখ্যা মিলিয়নে পৌঁছাবে। গাছগুলো বনের হরিণ থেকে রক্ষার জন্য চারপাশে বেড়া দেওয়া হবে। 

উল্লেখ্য, ‘ডি’ নদীই প্রথম নদী নয়, যেখানে ছায়া তৈরির জন্য এই বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। সারা দেশে ফিশারী বোর্ডগুলো ছায়াযুক্ত বৃক্ষরোপণ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। এতে তারা জীববৈচিত্র্য রক্ষায় এসব গাছের কার্যকারিতা পেয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত