নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকাসহ দেশের চারটি বিভাগে দুই দিন ধরে তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে শৈত্যপ্রবাহ চলছে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগসহ দক্ষিণের খুলনা এবং বরিশালে। আবহাওয়াবিদেরা বলছেন, আজ রবি ও আগামীকাল সোমবারও এই চার বিভাগে ঠান্ডা থাকবে। তবে সপ্তাহ শেষে কমবে শীতের প্রকোপ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজো দেশের উত্তরে ঠান্ডা থাকবে। তবে রাজধানীসহ ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগে শীত কিছুটা কমে আসবে। ৩০ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ২ তারিখ পর্যন্ত দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শীতের প্রকোপ এখনকার মতো আর থাকবে না।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, রাজশাহী ও রংপুর বিভাগে আজ রাতেও তাপমাত্রা কম থাকবে। তবে এরপর বাড়বে। চলতি সপ্তাহ শেষে সারা দেশেই তাপমাত্রা একটু একটু করে বাড়বে। শীতের এত প্রকোপ থাকবে না।
শীতে কাঁপছে উত্তরের ১৬ জেলা
গতকালও রংপুর বিভাগের আট জেলাতেই তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নিচে, যা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত। রংপুর ছাড়াও রাজশাহীর আট জেলায়ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। এর মধ্যে রাজশাহী জেলা ও বদলগাছী উপজেলায় তাপমাত্রা ৭-এর ঘরে যা মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
গতকাল রাজশাহীর তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এটিই চলতি মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে শুক্রবার সকালে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও এক দিন পর তা মাঝারি শৈত্যপ্রবাহে পরিণত হয়। টানা শৈত্যপ্রবাহের মধ্যে রয়েছে কুড়িগ্রাম ও দিনাজপুর জেলা।
গতকাল সকাল ৯টায় দিনাজপুর এবং কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে কুয়াশার কারণে অনেক বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। সন্ধ্যার পর জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। শীতের সকালে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল আর নিম্নআয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।
কুড়িগ্রামের চিলমারীতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় মাধ্যমিক ও প্রাথমিক, মাদ্রাসাপর্যায়ের ১৭১টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
এদিকে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, যশোর ও কুষ্টিয়ায়ও চলছে মৃদু শৈত্যপ্রবাহ। ঢাকা বিভাগের গোপালগঞ্জ ও নিকলীতেও চলছে মৃদু শৈত্যপ্রবাহ।
ঢাকাসহ দেশের চারটি বিভাগে দুই দিন ধরে তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে শৈত্যপ্রবাহ চলছে উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগসহ দক্ষিণের খুলনা এবং বরিশালে। আবহাওয়াবিদেরা বলছেন, আজ রবি ও আগামীকাল সোমবারও এই চার বিভাগে ঠান্ডা থাকবে। তবে সপ্তাহ শেষে কমবে শীতের প্রকোপ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজো দেশের উত্তরে ঠান্ডা থাকবে। তবে রাজধানীসহ ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগে শীত কিছুটা কমে আসবে। ৩০ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ২ তারিখ পর্যন্ত দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শীতের প্রকোপ এখনকার মতো আর থাকবে না।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, রাজশাহী ও রংপুর বিভাগে আজ রাতেও তাপমাত্রা কম থাকবে। তবে এরপর বাড়বে। চলতি সপ্তাহ শেষে সারা দেশেই তাপমাত্রা একটু একটু করে বাড়বে। শীতের এত প্রকোপ থাকবে না।
শীতে কাঁপছে উত্তরের ১৬ জেলা
গতকালও রংপুর বিভাগের আট জেলাতেই তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নিচে, যা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত। রংপুর ছাড়াও রাজশাহীর আট জেলায়ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। এর মধ্যে রাজশাহী জেলা ও বদলগাছী উপজেলায় তাপমাত্রা ৭-এর ঘরে যা মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
গতকাল রাজশাহীর তাপমাত্রা ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এটিই চলতি মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে শুক্রবার সকালে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও এক দিন পর তা মাঝারি শৈত্যপ্রবাহে পরিণত হয়। টানা শৈত্যপ্রবাহের মধ্যে রয়েছে কুড়িগ্রাম ও দিনাজপুর জেলা।
গতকাল সকাল ৯টায় দিনাজপুর এবং কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে কুয়াশার কারণে অনেক বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। সন্ধ্যার পর জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। শীতের সকালে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল আর নিম্নআয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।
কুড়িগ্রামের চিলমারীতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় মাধ্যমিক ও প্রাথমিক, মাদ্রাসাপর্যায়ের ১৭১টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
এদিকে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, যশোর ও কুষ্টিয়ায়ও চলছে মৃদু শৈত্যপ্রবাহ। ঢাকা বিভাগের গোপালগঞ্জ ও নিকলীতেও চলছে মৃদু শৈত্যপ্রবাহ।
বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআইয়ের আজ সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ১৭১, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ২য়। গতকাল সোমবার একই সময়ের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ছিল ১৩১, অবস্থান ছিল ৭ম।
৯ ঘণ্টা আগেআজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল এই এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ১৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০ মিলিমিটার।
১ দিন আগেবাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস।
১ দিন আগেদই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। এর ধারাবাহিকতায় সারা দেশের তাপমাত্রা আজ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিন অনুযায়ী, আজ আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে
২ দিন আগে