যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার একটি কাউন্টির বাসিন্দারা টানা অস্বাভাবিক চড়া এক শব্দে রীতিমতো বিস্মিত হন। আর তাঁদের অবাক হওয়ার মাত্রাটা এতটাই বেশি ছিল যে পুলিশের শরণাপন্ন হন। তার পরই জানা গেল এই শব্দের উৎস—ছোট্ট এক প্রাণী, ঘুগরা পোকা।
লাল চোখের হাজারো কোটি ঘুগরা পোকারা কয়েক দশক এবং সম্ভবত শতাব্দীতে দেখা যায়নি এমন সংখ্যায় আবির্ভূত হতে চলেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায়। আর তাদের প্রচণ্ড চিৎকারে বিভ্রান্ত মানুষ শেরিফের অফিসে ফোন করে জিজ্ঞাসা করে কেন তারা এমন সাইরেনের মতো উচ্চ শব্দ শুনতে পাচ্ছে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে।
ঘুগরা পোকার কোনো কোনো প্রজাতির মাটির নিচ থেকে উত্থান হওয়াটা বার্ষিক ঘটনা এবং অন্যগুলোর, যেগুলো পর্যায়ক্রমিক ঘুগরা পোকা নামে পরিচিত, প্রতি ১৩ বা ১৭ বছরে উত্থান হয়।
বছরের এই সময়ে ১৩ বছরের চক্র মেনে চলা দলটি সাউথ ও নর্থ ক্যারোলাইনায় উদ্ভব হতে শুরু করেছে। তারপর মধ্য পশ্চিম অঞ্চলে আবির্ভূত হবে ১৭ বছরের চক্র মেনে চলা দলটি। মধ্য ইলিনয়ের নির্দিষ্ট কিছু জায়গায় একই সঙ্গে এ দুটি দলেরই আত্মপ্রকাশ ঘটতে পারে।
নিউবেরি কাউন্টি শেরিফের অফিস গত ২৩ এপ্রিল মঙ্গলবার ফেসবুকের এক পোস্টে সেখানকার বাসিন্দাদের জানায়, এক দশকেরও বেশি সময় পরে আবির্ভূত হওয়া পুরুষ ঘুগরা পোকারা সঙ্গীদের আকর্ষণ করতেই এমন শব্দ করছে।
নিউবেরি কাউন্টি শেরিফ লি ফস্টার বলেন, কিছু লোক এমনকি ডেপুটিদের গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করেছেন এই গোলমালের কারণ কী?
রাজ্যের রাজধানী কলাম্বিয়ার প্রায় ৪০ মাইল (৬৫ কিলোমিটার) উত্তর-পশ্চিমে ৩৮ হাজার বাসিন্দার শহর নিউবেরি কাউন্টি। আর এর চারপাশে প্রচণ্ড শব্দে ডাকতে ওস্তাদ ঘুগরা পোকাগুলোর আবির্ভাব ঘটেছে। বিভিন্ন স্থান থেকে তাদের ডাকে বিভ্রান্ত হচ্ছিল মানুষ, বলেন ফস্টার।
এই মাসে পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে ভূগর্ভ থেকে হাজারো কোটি লাল চোখের পর্যায়ক্রমিক ঘুগরা পোকা বের হতে চলেছে।
তাদের সম্মিলিত চিৎকার জেট ইঞ্জিনের মতো উচ্চস্বরে হতে পারে। যেসব বিজ্ঞানী এদের নিয়ে গবেষণা করেন, প্রায়ই শ্রবণশক্তি রক্ষা করার জন্য কানে পশম বা চামড়ার বিশেষ আবরণ পরেন।
‘যদিও কারও কারও কাছে শব্দটি বিরক্তিকর, তারা মানুষ বা পোষা প্রাণীর জন্য কোনো বিপদ ডেকে আনে না।’ ফস্টার কাউন্টির বাসিন্দাদের উদ্দেশে বিবৃতিতে জানান, ‘দুর্ভাগ্যবশত, এটি প্রকৃতির শব্দ।’
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার একটি কাউন্টির বাসিন্দারা টানা অস্বাভাবিক চড়া এক শব্দে রীতিমতো বিস্মিত হন। আর তাঁদের অবাক হওয়ার মাত্রাটা এতটাই বেশি ছিল যে পুলিশের শরণাপন্ন হন। তার পরই জানা গেল এই শব্দের উৎস—ছোট্ট এক প্রাণী, ঘুগরা পোকা।
লাল চোখের হাজারো কোটি ঘুগরা পোকারা কয়েক দশক এবং সম্ভবত শতাব্দীতে দেখা যায়নি এমন সংখ্যায় আবির্ভূত হতে চলেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায়। আর তাদের প্রচণ্ড চিৎকারে বিভ্রান্ত মানুষ শেরিফের অফিসে ফোন করে জিজ্ঞাসা করে কেন তারা এমন সাইরেনের মতো উচ্চ শব্দ শুনতে পাচ্ছে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে।
ঘুগরা পোকার কোনো কোনো প্রজাতির মাটির নিচ থেকে উত্থান হওয়াটা বার্ষিক ঘটনা এবং অন্যগুলোর, যেগুলো পর্যায়ক্রমিক ঘুগরা পোকা নামে পরিচিত, প্রতি ১৩ বা ১৭ বছরে উত্থান হয়।
বছরের এই সময়ে ১৩ বছরের চক্র মেনে চলা দলটি সাউথ ও নর্থ ক্যারোলাইনায় উদ্ভব হতে শুরু করেছে। তারপর মধ্য পশ্চিম অঞ্চলে আবির্ভূত হবে ১৭ বছরের চক্র মেনে চলা দলটি। মধ্য ইলিনয়ের নির্দিষ্ট কিছু জায়গায় একই সঙ্গে এ দুটি দলেরই আত্মপ্রকাশ ঘটতে পারে।
নিউবেরি কাউন্টি শেরিফের অফিস গত ২৩ এপ্রিল মঙ্গলবার ফেসবুকের এক পোস্টে সেখানকার বাসিন্দাদের জানায়, এক দশকেরও বেশি সময় পরে আবির্ভূত হওয়া পুরুষ ঘুগরা পোকারা সঙ্গীদের আকর্ষণ করতেই এমন শব্দ করছে।
নিউবেরি কাউন্টি শেরিফ লি ফস্টার বলেন, কিছু লোক এমনকি ডেপুটিদের গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করেছেন এই গোলমালের কারণ কী?
রাজ্যের রাজধানী কলাম্বিয়ার প্রায় ৪০ মাইল (৬৫ কিলোমিটার) উত্তর-পশ্চিমে ৩৮ হাজার বাসিন্দার শহর নিউবেরি কাউন্টি। আর এর চারপাশে প্রচণ্ড শব্দে ডাকতে ওস্তাদ ঘুগরা পোকাগুলোর আবির্ভাব ঘটেছে। বিভিন্ন স্থান থেকে তাদের ডাকে বিভ্রান্ত হচ্ছিল মানুষ, বলেন ফস্টার।
এই মাসে পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে ভূগর্ভ থেকে হাজারো কোটি লাল চোখের পর্যায়ক্রমিক ঘুগরা পোকা বের হতে চলেছে।
তাদের সম্মিলিত চিৎকার জেট ইঞ্জিনের মতো উচ্চস্বরে হতে পারে। যেসব বিজ্ঞানী এদের নিয়ে গবেষণা করেন, প্রায়ই শ্রবণশক্তি রক্ষা করার জন্য কানে পশম বা চামড়ার বিশেষ আবরণ পরেন।
‘যদিও কারও কারও কাছে শব্দটি বিরক্তিকর, তারা মানুষ বা পোষা প্রাণীর জন্য কোনো বিপদ ডেকে আনে না।’ ফস্টার কাউন্টির বাসিন্দাদের উদ্দেশে বিবৃতিতে জানান, ‘দুর্ভাগ্যবশত, এটি প্রকৃতির শব্দ।’
আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগেবায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী আজ সোমবারও ঢাকার বায়ুমান ৫৫, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৬০।
১ দিন আগেআজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকলেও এ এলাকর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
২ দিন আগেবায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৯টার রেকর্ড অনুযায়ী আজ রোববারও ঢাকার বায়ুমান ৫০, যা বিশুদ্ধ বাতাসের নির্দেশক। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের অনেক শহরের চেয়েও আজ ঢাকার বাতাস বিশুদ্ধ। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৭৬। গতকাল শনিবার ৫০ বায়ুমান নিয়ে ৮৪ তম স্থানে ছিল ঢাকা।
২ দিন আগে