Ajker Patrika

যে দেশে হাতির আক্রমণে বছরে ৫০০ মানুষের প্রাণ যায়

যে দেশে হাতির আক্রমণে বছরে ৫০০ মানুষের প্রাণ যায়

ঢাকা: দেশটি এশীয় হাতির বৃহত্তম আবাস। কিন্তু খাদ্য ও আবাসের সংকটে প্রজাতিটি এখন হুমকির মুখে। ফলে প্রায়ই লোকালয়ে হানা দেয় তারা। কখনো দল বেঁধে নেমে পড়ে ফসলের খেতে। ঢুকে পড়ে মানুষের বসতিতে। আক্রমণ করে বসে স্থানীয় বাসিন্দাদের।

সরকারি হিসাব অনুযায়ীই, দেশটিতে প্রতি বছর হাতির আক্রমণে প্রাণ হারায় প্রায় ৫০০ মানুষ। সরকারি ও বেসরকারিভাবে নানা উদ্যোগেও হাতি আর মানুষের এই সংঘাত নিরসন করা যাচ্ছে না।

দানবাকার প্রাণীটির সঙ্গে ভারতে মানুষের সংঘাত এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বাসস্থান সংকুচিত হওয়ার কারণে যে ১৩টি দেশে এই হাতির বিচরণ এর সবগুলোতেই এদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। হাতির আবাস্থলগুলোতে মানুষের আবাস, চাষাবাদ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ চলছে। প্রায় ১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারতে হাতির আবাসস্থলে মানুষের তৎপরতা আরও দ্রুত সম্প্রসারিত হচ্ছে।

ভারতের সেন্ট্রাল ফর ওয়াইল্ডলাইফ স্টাডিজের নির্বাহী পরিচালক এবং প্রধান সংরক্ষণ বিজ্ঞানী কৃতি কারান্থ মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে বলেন, ভারতে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হলো– আমাদের বন্যপ্রাণীর জন্য ৫ শতাংশেরও কম ভূমি সংরক্ষিত আছে। লাখ লাখ মানুষ আমাদের সংরক্ষিত অঞ্চল বা এর আশপাশে বসবাস করেন।

ভারতে ১০০টিরও বেশি জাতীয় উদ্যান এবং হাতির জন্য প্রায় ৩০টি সংরক্ষিত এলাকা রয়েছে। কিন্তু ভারতে অবস্থানরত ৩০ হাজারের বেশি হাতির বেশির ভাগই এই সংরক্ষিত এলাকাগুলোর বাইরে থাকে এবং খাবারের সন্ধানে বা ঘুরে বেড়ানোর জন্য মানুষের আবাসস্থলে চলে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত