Ajker Patrika

ফরিদপুরে বিরল হলুদ কচ্ছপ উদ্ধার

প্রতিনিধি, ফরিদপুর
ফরিদপুরে বিরল হলুদ কচ্ছপ উদ্ধার

ফরিদপুরে হলুদ রঙের বিরল একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। গত রোববার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার অম্বিকাপুরের বিশ্বাস ডাংগী এলাকায় বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে অম্বিকাপুর গ্রামের রিয়াদ নামের এক যুবকের জালে এ কচ্ছপটি ধরা পড়ে। খবর পেয়ে ফরিদপুর জেলা সামাজিক বন বিভাগ কচ্ছপটি উদ্ধার করে।

জানা গেছে, বর্তমানে কচ্ছপটি ফরিদপুর সদরের গঙ্গাবর্দীতে বন বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এদিকে কচ্ছপটি নিয়ে গবেষণা চালাতে তাদের কাছে রাখার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের বন্যপ্রাণী শাখার শিক্ষার্থীরা।

উদ্ধার হওয়া হলুদ কচ্ছপটি সুন্ধী জাতীয়ফরিদপুর বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারি জানান, কচ্ছপটি একেবারেই নতুন প্রজাতির। এটি হলুদ রঙের। কচ্ছপটির ওজন আনুমানিক দেড় কেজি ও ব্যাসার্ধ ৮ ইঞ্চির মতো। ওই কচ্ছপটির খবর খুলনার বন্যপ্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তাকে জানানো হয়েছে। তার পরামর্শ মতো পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে খবর পেয়ে ফরিদপুর বন বিভাগের অফিসে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের বন্য প্রাণী শাখার শিক্ষার্থী আশিকুর রহমান শমী জানান, এটি সুন্ধী জাতীয় কচ্ছপ হলেও এই প্রজাতির কচ্ছপ সাধারণত দেখা যায় না। সুন্ধি জাতীয় কচ্ছপ মেটে ও ধূসর রঙের হয়। এটির ক্ষেত্রে জিনগত পরিবর্তন কিংবা অন্য কারণে হলুদ রং হয়ে থাকতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত