Ajker Patrika

সাফারি পার্কে ৯টি জেব্রার মৃত্যু কারণ জানালেন কর্তৃপক্ষ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৯: ৩৫
সাফারি পার্কে ৯টি জেব্রার মৃত্যু কারণ জানালেন কর্তৃপক্ষ

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মৃত ৯টি জেব্রার মধ্যে পাঁচটি ব্যাকটেরিয়া আক্রমণে ও চারটি মারামারি করে গুরুতর আহত হয়ে মারা গেছে। আজ মঙ্গলবার বিকেলে এ কথা জানিয়েছেন পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল আলম। 

জানা যায়, গত ২০ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ৯টি জেব্রার মৃত্যু হয়। মৃত্যুর কারণ জানতে ৬ সদস্যের বিশেষজ্ঞ কমিটি সভা করা হয়। 

বিশেষজ্ঞ টিমের সদস্যরা হলেন-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি অনুষদের প্রফেসর ডা. মোহাম্মদ আবু হাদী নূর আলী খান, একই বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও ভেটেরিনারি অনুষদের প্রফেসর ডা. মোহাম্মদ রফিকুল আলম, ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ডা. কাজী রফিকুল ইসলাম, কেন্দ্রীয় পশু হাসপাতালের প্রাক্তন চিপ ভেটেরিনারি এ বি এম শহিদ উল্লাহ্, গাজীপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এস এম উকিল উদ্দিন ও বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন। 

এ বিষয়ে প্রকল্প পরিচালক বলেন, জেব্রাগুলো কোনো ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি। ৫টি ব্যাকটেরিয়া আক্রমণে ও চারটি মারামারি করে গুরুতর আহত হয়ে মারা গেছে। 

প্রকল্প পরিচালক আরও বলেন, গত দুই সপ্তাহ আর কোনো জেব্রা মারা না যাওয়ায় বিষয়টি গণমাধ্যমে জানানো হয়নি। এরপর গতকাল সোমবার আবার একটি জেব্রার মৃত্যুর পর নড়েচড়ে বসে পার্ক কর্তৃপক্ষ। এরপর বিশেষজ্ঞ বোর্ড মিটিং আহ্বান করা হয়। ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ বোর্ড মিটিং শেষে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। 

পরামর্শগুলোর মধ্যে রয়েছে-প্রাণীগুলোর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, খাবার পরিবর্তন, একই স্থানে প্রতিদিন না রাখা, পার্কের লেক থেকে পানি পরিবর্তন করে নতুন পানি সরবরাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার‌ অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত