Ajker Patrika

রাজধানীতে রাতে ঝড়–বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ মে ২০২৩, ২৩: ৫৪
রাজধানীতে রাতে ঝড়–বৃষ্টি

দিনভর তাপপ্রবাহের পর রাতে রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। দিনের ৩৫ ডিগ্রি তাপমাত্রা হঠাৎ করেই নেমে আসে দুই এর ঘরে। আজ রোববার রাত ৯টার পরে ঝোড়ো বাতাসের সঙ্গে শুরু হয় ঝুম বৃষ্টি। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকায় কত মিলিমিটার বৃষ্টি হয়েছে তা জানতে অপেক্ষা করতে হবে রাত ১২টা পর্যন্ত। 

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, দিনে ঢাকায় বৃষ্টি না হলেও বৃষ্টি হয়েছে নেত্রকোনায় সর্বোচ্চ ৬৬ মিলিমিটার। 

এর আগে আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আজকের পত্রিকাকে বলেছিলেন, সপ্তাহ জুড়ে থাকবে ঝড়-বৃষ্টি। এ মাসের ২৫ তারিখের পর আবার শুরু হবে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ।

এদিকে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার সারা দেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত