Ajker Patrika

তিমি দুটির মৃত্যু নিয়ে নানা প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২১: ০৫
তিমি দুটির মৃত্যু নিয়ে নানা প্রশ্ন

ঢাকা: পোস্টমর্টেমের আগে তিমির মৃত্যু নিয়ে কোনও মন্তব্য করা বিজ্ঞান ও বাস্তবসম্মত নয়। চূড়ান্ত রিপোর্ট প্রকাশের আগে মৃত্যুর সঠিক কারণ জানাও সম্ভব নয়। যে বা যারা এ নিয়ে মন্তব্য করছেন তাঁরা বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন মৎস্য ও পরিবেশ গবেষকরা।

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গত ৯ ও ১০ এপ্রিল দুটি মৃত তিমি ভেসে আসে। এই তিমি দুটির মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছেন যারা তাদের মধ্যে তরিকুল ইসলাম একজন। বাংলাদেশ ওশানোগ্রাফি ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা তিনি।

আজকের পত্রিকাকে তরিকুল ইসলাম বলেন, এখনও পর্যন্ত তিমি দুটির মৃত্যুর কারণ আমরা উদঘাটন করতে পারিনি। তবে প্রাথমিক রিপোর্টে আমরা দেখতে পেয়েছি তিমি দুটির পেটে পলিথিন বা প্লাস্টিক জাতীয় কিছু ছিলও না। আমরা ৬ থেকে ৭ জন বৈজ্ঞানিক কর্মকর্তা এ নিয়ে কাজ করছি। চূড়ান্ত রিপোর্ট পেতে এখনও সময় লাগবে।

‘পুরুষ সঙ্গীর মৃত্যুর শোকে স্ত্রী তিমি আত্মহত্যা করেছে’, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা আশরাফুল হকের এমন বক্তব্য বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের কর্মকর্তা হুমায়ুন কবির। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘কোনও যুক্তি প্রমাণ ছাড়া মৃত তিমি দুটিকে স্বামী-স্ত্রী বলা এবং মৃত্যুর কারণ নিয়ে মনগড়া কথা বলা ঠিক নয়।’

সেভ দ্য নেচার অব বাংলাদেশের চেয়ারম্যান আ ন ম মোয়াজ্জেম হোসেন বলেন, গত দুই বছরে পাঁচটি তিমি ও ২৭টি ডলফিনের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানাতে ব্যর্থ হয়েছেন সরকারের দায়িত্বপ্রাপ্তরা। এখন ভিত্তিহীন মন্তব্য করে সবাইকে বিভ্রান্ত করছেন তারা। এসব সমস্যা সমাধানে আলাদা সমুদ্র কমিশন গঠনের দাবি করেন তিনি।

প্রসঙ্গত, ৯ এপ্রিল সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে হিমছড়ি সৈকতে ভেসে আসে ১৫ টন ওজনের একটি মৃত তিমি। স্ত্রী তিমিটির বয়স আনুমানিক ২৫ বছর। পরের দিন সকালে একই সৈকতে ভেসে আসে ১০ টন ওজনের একটি পুরুষ মৃত তিমি। এটি লম্বায় ৪৬ ফুট। মৎস্য বিজ্ঞানীরা মৃত তিমি দুটিকে ‘ব্রাইডস হোয়েল’  বলে দাবি করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত