Ajker Patrika

বিশ্বের অর্ধেকের বেশি জলাশয় শুকিয়ে যাচ্ছে

ডয়চে ভেলে
আপডেট : ১৯ মে ২০২৩, ১২: ৪৮
বিশ্বের অর্ধেকের বেশি জলাশয় শুকিয়ে যাচ্ছে

বিশ্বের অর্ধেকের বেশি জলাশয় শুকিয়ে যাচ্ছে বলে সম্প্রতি এক রিপোর্টে উঠে এসেছে। ফলে চরম জলকষ্টের আশঙ্কা তৈরি হতে পারে। 

গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক গবেষকদের একটি দল তাদের সাম্প্রতিক গবেষণাপত্র প্রকাশ করে। সায়েন্স জার্নালে দলটির গবেষণা তথ্য তুলে ধরা হয়েছে। সেখানেই এই গবেষকেরা লেখেন, বিশ্বের অর্ধেকেরও বেশি জলাশয় শুকিয়ে গেছে বা শুকিয়ে যাওয়ার মুখে। এর একটি কারণ অবশ্যই উষ্ণায়ন। তবে এর চেয়েও বড় বিষয় হলো মানুষের হঠকারিতা। একের পর এক জলাশয় বুজিয়ে ফেলা। 

কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানের গবেষক ফ্যাংফ্যাং ইয়াও এই গবেষণা দলের প্রধান। তাঁদের বক্তব্য, ১৯৯০ সালের পর থেকে ক্রমশ লেক ও বড় হ্রদগুলো শুকাতে শুরু করেছে। তাঁদের গবেষণা বলছে, কোনো কোনো জলাশয়ে প্রতিবছর ২২ গিগাটন করে জল শুকিয়ে যাচ্ছে, যা স্বাভাবিকের চেয়ে বহুগুণ দ্রুত। 

ভয়াবহ খরার মধ্য দিয়ে যাচ্ছে মেক্সিকো। দেশটির ‘লা বোকা’ বাঁধে জলাশয় পুরোটা শুকিয়ে গেছে। সেখানে ইয়টের বদলে চলছে কার। ছবি: ডয়চে ভেলেএর একটি কারণ, মানুষ আগের চেয়ে অনেক বেশি পরিমাণ জল তুলে নিচ্ছে। সেই পরিমাণ জল নতুন করে আর জমছে না। দুই. বিশ্ব উষ্ণায়ন। 

জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম মাপকাঠি গড় তাপমাত্রা বৃদ্ধি। এর ফলে বৃষ্টিপাতের প্রবণতা বদলে গেছে। আগে যেখানে যেমন বৃষ্টি হতো, এখন তা হচ্ছে না। এর ফলে স্বাভাবিক হ্রদগুলোর পলি আগে যেভাবে জমত, এখন তা বদলে গেছে। হ্রদ ও জলাশয় শুকিয়ে যাওয়ার এটাও একটা কারণ। 

যুক্তরাষ্ট্রের নেভাদায় লাস ভেগাসের কাছে অবস্থিত মিড হ্রদের ছবি এটি। জলাশয়ে পানির স্তর কতটা নেমেছে তা রং দেখেই অনুমান করে নেওয়া যেতে পারে। ছবি: ডয়চে ভেলে বিশ্বের ২ হাজার জলাশয় ও হ্রদ পর্যবেক্ষণ করে এই রিপোর্ট লেখা হয়েছে। ১৯৯২ থেকে ২০২০ সাল পর্যন্ত এই হ্রদ ও জলাশয়গুলোর স্যাটেলাইট ছবি পরীক্ষা করা হয়েছে এবং সেখান থেকেই এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। 

বিজ্ঞানীদের বক্তব্য, বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখতে না পারলে আগামী কয়েক বছরের মধ্যে আরও হ্রদ ও জলাশয় শুকিয়ে যাবে। একই সঙ্গে বদলাতে হবে মানুষের দৃষ্টিভঙ্গি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত