Ajker Patrika

আফগানিস্তানে একাধিক ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১১: ৪৩
আফগানিস্তানে একাধিক ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও

আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে গতকাল শনিবার থেকে আজ রোববার ভোর পর্যন্ত মাঝারি মানের একাধিক ভূমিকম্প হয়েছে। এসব ভূমিকম্পের উৎপত্তিস্থলের আশপাশে পাকিস্তান ও ভারতের বিভিন্ন অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, সর্বশেষ ভূমিকম্পটি হয় আজ রোববার সকাল ৬টা ৩২ মিনিটে। রিখটার স্কেলে ৫ দশমিক ৩ মাত্রার এই ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানে বাদাখশানের ফায়জাবাদ থেকে প্রায় ৭৮ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল প্রায় ২১০ কিলোমিটার।

এর আগে শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত কাছাকাছি এলাকায় তিন বার ভূমিকম্প হয়। রাত ১০টার দিকে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ভারত-পাকিস্তানের বিস্তৃত এলাকা।

ভারতের ন্যাশনাল সিসমোলজি সেন্টারের পরিচালক জে এল গৌতমের বরাত দিয়ে এনডিটিভি বলছে, ওই সময় জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, দিল্লি ও উত্তর ভারতের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়।

আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প হয়। ইউরেশিয়ান ও ইন্ডিয়ান টেকটোনিক প্লেটের সংযোগ স্থলের কাছে অবস্থিত হিন্দুকুশ পর্বতাঞ্চলে বেশি হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, গত রাতের ভূমিকম্পে আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া, ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, পেশোয়ারের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত