Ajker Patrika

ধাওয়া খেয়ে পুকুরে মায়া হরিণ, পরে বন বিভাগে হস্তান্তর

হবিগঞ্জ প্রতিনিধি
ধাওয়া খেয়ে পুকুরে মায়া হরিণ, পরে বন বিভাগে হস্তান্তর

হবিগঞ্জের চুনারুঘাট থেকে একটি মায়া হরিণ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন গ্রামবাসী। 

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ফাটাবিল এলাকা থেকে হরিণটি উদ্ধার করেন গ্রামবাসী। পরে সেটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। 

বন বিভাগ জানিয়েছে, প্রাপ্তবয়স্ক হরিণটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অসুস্থতার কারণে উঠে দাঁড়াতে পারছে না। 

স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মী আব্দুর রাজ্জাক রাজু জানান, একটি মায়া হরিণ সকালে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য থেকে বের হয়ে লোকালয়ে চলে আসে। কয়েকজন লোক হরিণটিকে ধরার জন্য ধাওয়া দিলে সেটি দৌড়ে গিয়ে চেগানগর মসজিদের পুকুরে পড়ে যায়। এ সময় সৌদিপ্রবাসী মাখন মিয়া এবং তাঁর স্ত্রী স্কুলশিক্ষিকা ফজলুন নেহার ডলি হরিণটি উদ্ধার করে তাঁদের বাড়িতে নিয়ে রাখেন। 

বিষয়টি চুনারুঘাট বন বিভাগকে জানালে তাঁরা এসে হরিণ নিয়ে যান। 

এ বিষয়ে সাতছড়ি বিট কর্মকর্তা মাজহরুল ইসলাম বলেন, ‘এটি একটি প্রাপ্তবয়স্ক হরিণ। বয়স ৭-৮ বছর হতে পারে। হরিণটি দৌড়ানোর সময় মুখে ও পায়ে আঘাত পেয়েছে। চিকিৎসা দিয়ে সম্পূর্ণ সুস্থ হওয়ার পর বনে অবমুক্ত করা হবে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক বলেন, ‘বন্যপ্রাণীটি যারা রক্ষা করেছেন তাঁদের ধন্যবাদ জানাই। বন বিভাগের সঙ্গে সমন্বয় করে দ্রুত হরিণটি অবমুক্ত করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত