Ajker Patrika

রেকর্ড গড়ল বেইজিং, তাপমাত্রা শূন্যের নিচে ৩০০ ঘণ্টা

ডয়চে ভেলে
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৪: ০২
রেকর্ড গড়ল বেইজিং, তাপমাত্রা শূন্যের নিচে ৩০০ ঘণ্টা

গোটা চীনে শৈত্যপ্রবাহ চলছে। এর মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে শূন্য়ের চেয়ে কম তাপমাত্রার রেকর্ড গড়ল বেইজিং। 

উত্তর ও উত্তর-পূর্ব চীনের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে কিছু জায়গায় তাপমাত্রা শূন্য়ের থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেছে।

গত ১১ ডিসেম্বর থেকে বেইজিংয়ে ৩০০ ঘণ্টা ধরে তাপমাত্রা ছিল শূন্যের নিচে। 

রাজধানী বেইজিং তো নতুন রেকর্ড করে ফেলেছে। রাষ্ট্রায়ত্ত বেজিং টুডে সংবাদপত্রের রিপোর্টে এ তথ্য দেওয়া হয়েছে। তবে সোমবার বেজিংয়ে দিনের তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি এবং রাতে মাইনাস সাত ডিগ্রি সেলসিয়াস।

চীনের আবহাওয়া অফিস দেশের ৭৮টি আবহাওয়া কেন্দ্র থেকে রিপোর্ট নিয়ে জানিয়েছে, এবার রেকর্ড ঠান্ডা পড়েছে। গোটা চীনকে ধরলে ১৯৬১ সালের পর থেকে এত ঠান্ডা আর পড়েনি।

হিটিং সিস্টেমে চাপ
বেজিংয়ের দক্ষিণ-পশ্চিমে হেনান প্রদেশের বিভিন্ন শহরে হিটিং ব্যবস্থা ভেঙে পড়েছে। রাষ্ট্রায়ত্ত মিডিয়া জানিয়েছে, জিয়াওজাউতে বয়লার বিকল হয়ে পড়েছে। ২৬ ডিসেম্বরের মধ্যে তা ঠিক করার চেষ্টা চলছে। এই এলাকায় মোট কতগুলো বয়লার খারাপ হয়েছে তা অবশ্য জানানো হয়নি।

হেনানের দুটি শহরে সরকারি অফিস ও প্রসাসনিক ভবনে হিট সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়েছে। শহরের সব বাসিন্দার বাড়িতে যাতে হিটিং ব্যবস্থা চালু থাকে, সে জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বেজিংয়ের কিছু এলাকায় পাইপ লিক হয়ে গরম ধোঁয়া ওপরে উঠতে দেখা গেছে।

তার ওপর বরফ পড়ে উত্তর চীনে রাস্তা বন্ধ হয়ে গেছে। স্কুল-কলেজ বন্ধ। তবে সোমবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়ায় মানুষ অল্প স্বস্তি পয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত