নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পৌষের শেষ সপ্তাহ ছিল মেঘলা আকাশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর কুয়াশাজড়ানো সময়। এ সময় দেশের অধিকাংশ এলাকায় তাপমাত্রাও অনুভূত হয়েছে সামান্য বেশি। তবে আজ শনিবার বাংলা মাঘ মাসের প্রথম দিনে উত্তরাঞ্চলসহ সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। জেঁকে বসছে কনকনে শীত।
কথায় আছে—মাঘের শীতে বাঘও কাঁপে। অতটা না হলেও শীত বেড়েছে আগের চেয়ে। বিশেষত, দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে আজ তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রির কাছাকাছি। হিমালয় থেকে ধেয়ে আসা হিমশীতল বাতাস, আর ঘন কুয়াশার কারণে জেলাটির ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।
আবহাওয়া অধিদপ্তর থেকে শনিবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের তাপমাত্রা এক থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
এ বিষয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আকাশ মেঘলা থাকলেও কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা নেই। সারা দেশে রাতের তাপমাত্রা কমবে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ হওয়ার শঙ্কা রয়েছে। তবে দেশের অন্য অঞ্চলগুলোতে কুয়াশাসহ শীতের তীব্রতা বাড়বে।’
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর টেকনাফে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ময়মনসিংহে ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে ১৭ দশমিক ৮, সিলেটে ১৫, রাজশাহীতে ১৪ দশমিক ৮, রংপুরে ১৪ দশমিক ১, খুলনায় ছিল ১৬ দশমিক ২ এবং বরিশালে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় গোপালগঞ্জ, ফেনী, শ্রীমঙ্গল, যশোর ও পটুয়াখালীতে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পৌষের শেষ সপ্তাহ ছিল মেঘলা আকাশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর কুয়াশাজড়ানো সময়। এ সময় দেশের অধিকাংশ এলাকায় তাপমাত্রাও অনুভূত হয়েছে সামান্য বেশি। তবে আজ শনিবার বাংলা মাঘ মাসের প্রথম দিনে উত্তরাঞ্চলসহ সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। জেঁকে বসছে কনকনে শীত।
কথায় আছে—মাঘের শীতে বাঘও কাঁপে। অতটা না হলেও শীত বেড়েছে আগের চেয়ে। বিশেষত, দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে আজ তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রির কাছাকাছি। হিমালয় থেকে ধেয়ে আসা হিমশীতল বাতাস, আর ঘন কুয়াশার কারণে জেলাটির ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।
আবহাওয়া অধিদপ্তর থেকে শনিবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের তাপমাত্রা এক থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
এ বিষয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আকাশ মেঘলা থাকলেও কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা নেই। সারা দেশে রাতের তাপমাত্রা কমবে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ হওয়ার শঙ্কা রয়েছে। তবে দেশের অন্য অঞ্চলগুলোতে কুয়াশাসহ শীতের তীব্রতা বাড়বে।’
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর টেকনাফে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ ছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ময়মনসিংহে ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে ১৭ দশমিক ৮, সিলেটে ১৫, রাজশাহীতে ১৪ দশমিক ৮, রংপুরে ১৪ দশমিক ১, খুলনায় ছিল ১৬ দশমিক ২ এবং বরিশালে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় গোপালগঞ্জ, ফেনী, শ্রীমঙ্গল, যশোর ও পটুয়াখালীতে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
দক্ষিণ ফিলিপাইনের উপকূলে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে।
১৬ ঘণ্টা আগেআজ শনিবার রাজধানী ঢাকায় এবং আশপাশের অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা। আবহাওয়া অধিদপ্তর আজ শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে আরও জানিয়েছে, হালকা বৃষ্টি হলেও দিনের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না।
১৮ ঘণ্টা আগেবায়ুদূষণের হিসাবে আজ সকালে ঢাকার মানুষের জন্য ভালো খবর রয়েছে। গতকালের চেয়ে আজ শনিবার ঢাকার বাতাসে দূষণের মাত্রা অনেক কমেছে। দূষণ সহনীয় মাত্রায় থাকার ফলে এর অবস্থান পিছিয়ে ৩৩-এ গিয়ে ঠেকেছে। গতকাল শুক্রবার ঢাকার অবস্থান ছিল ১১ তম।
১৮ ঘণ্টা আগেঢাকার বাতাসে দূষণের মাত্রা বাড়ছে। সাধারণত বর্ষাকালে ঢাকায় দূষণের মাত্রা কমে যায়। তবে গতকালের চেয়ে আজ শুক্রবার বাতাসে দূষণ বেড়েছে। বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহরগুলোর তালিকায় প্রায়ই শীর্ষে থাকা ঢাকা আজ রয়েছে ১১তম স্থানে। গতকাল বৃহস্পতিবার ঢাকার অবস্থান ছিল ১৫তম।
২ দিন আগে