Ajker Patrika

পেটে বাচ্চা নিয়ে ভাসছিল আহত ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পেটে বাচ্চা নিয়ে ভাসছিল আহত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসে ৮ ফুট দৈর্ঘ্যের একটি ইরাবতী প্রজাতির আহত ডলফিন। পরে এটিকে কয়েকবার পানিতে নামিয়ে দিয়েও বাঁচানো সম্ভব হয়নি। আজ রোববার সকাল ৯টার দিকে সৈকতের তিন নদীর মোহনায় ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা। পরে তারা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয়।  

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু বলেন, ‘কুয়াকাটা সৈকতের লেবুর চর পয়েন্টের তিন নদীর মোহনায় আহত অবস্থায় ডলফিন আটকা পরে। ডলফিনটির শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। এটি জালে প্যাঁচানো ছিল। কিন্তু জীবিত অবস্থায় ভেসে আসলেও এগারোটার দিকে এটি মারা যায়। এটির পেটে বাচ্চা রয়েছে। ডলফিনটিকে ৩ বার নদীতে নামিয়ে দিয়েও বাঁচানো যায়নি।’ 

এ ঘটনায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সভাপতি রুমান ইমতিয়াজ তুষার আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ ২ ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল এই মা ডলফিনটি। পেটে বাচ্চা নিয়ে বাঁচার জন্য তার ছটফট করা অবলোকন করেছে কুয়াকাটার সদস্যরাসহ পর্যটকেরা।’  

এ বিষয়ে ওয়ার্ল্ডফিস ইকোফিস-২ অ্যাক্টিভিটি প্রকল্পের সহযোগী জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘এই প্রথম সৈকতে জীবিত ইরাবতী প্রজাতির মা ডলফিন ভেসে এসেছে। ডলফিনটি ভেসে আসার কারণ অনুসন্ধানে আমরা গবেষণা করছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত