Ajker Patrika

সারা দেশে বৃষ্টির আভাস, দুই জেলায় তাপপ্রবাহ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সারা দেশে বৃষ্টির আভাস, দুই জেলায় তাপপ্রবাহ অব্যাহত

দেশের আট বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, সারা দেশে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। বৃষ্টিপাত হলেও, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। দুই জেলার ওপর দিয়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। 

আজ বৃহস্পতিবার রাতে আবহাওয়াবিদ মোনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত দুই-তিন দিন বৃষ্টিপাতের পর বৃষ্টির প্রবণতা কিছুটা কমেছে। এতে তাপমাত্রা সামান্য বেড়েছে। এখন উত্তরের দুই জেলায় মৃদু তাপপ্রবাহ বইছে। এ মাসের শেষ দিকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। তখন গরম কমে আসবে।’

বুধবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে বৃষ্টিপাত হয়েছে। এ সময় চাঁদপুর জেলায় সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় এ সময় সামান্য বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর রাঙামাটি ও ফেনীতে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত