Ajker Patrika

টিকা বণ্টনবৈষম্যের প্রতিবাদে জলবায়ু সম্মেলন বর্জন করলেন থুনবার্গ

টিকা বণ্টনবৈষম্যের প্রতিবাদে জলবায়ু সম্মেলন বর্জন করলেন থুনবার্গ

কোভিড টিকার সমবণ্টন নিশ্চিত না হওয়ায় আগামী নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলন কপ-২৬ বর্জনের ঘোষণা দিয়েছেন গ্রেটা থুনবার্গ। বার্তা সংস্থা এএফপিকে এমনটিই জানিয়েছেন এ সেলিব্রেটি পরিবেশ আন্দোলন কর্মী।

১৮ বছর বয়সী সুইডিশ এ পরিবেশকর্মী কোভিট টিকার বণ্টন ব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, নভেম্বর নাগাদ ধনী দেশের তরুণরাও ভ্যাকসিন পাবে। কিন্তু বিশ্বের অন্যান্য অংশের ঝুঁকিতে থাকা মানুষেরা ভ্যাকসিন পাবেন না। ভ্যাকসিন বিতরণে অসমাঞ্জস্য থাকায় আমি কপ-২৬ সম্মেলনে অংশ নেবো না।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকেও একই কথা বলেছেন থুনবার্গ। পাশাপাশি ভ্যাকসিনের সমবণ্টন ইস্যুতে যদি সবাই অংশ না নেন তাহলে এবারের সম্মেলন স্থগিত করার আহ্বানও জানিয়েছেন তিনি। 

গত নভেম্বরে জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন কপ-২৬ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বৈশ্বিক মহামারির কারণে তা স্থগিত হয়।

গ্রেটা থুনবার্গ ২০১৮ সালে ১৫ বছর বয়সে জলবায়ু পরিবর্তন নিয়ে প্রচারণা শুরু করেন। জলবায়ু পরিবর্তনের ইস্যু নিয়ে তার একাগ্রতা ও সাহসীকতার কারণে তরুণ সমাজের মধ্যে দ্রুতই প্রভাবশালী হয়ে ওঠেন থুনবার্গ।

২০১৯ সালে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের শীর্ষ মানবাধিকার পুরস্কার পান থুনবার্গ। এছাড়া ২০১৯ সালে টাইমস ম্যাগাজিনের ‘পার্সন অব দ্য ইয়ার’ নির্বাচিত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত