Ajker Patrika

অপূর্বর বিয়ের ছবি

অপূর্বর বিয়ের ছবি

বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিয়ে করেন এই অভিনেতা। পাত্রী আমেরিকা প্রবাসী। নাম শাম্মা দেওয়ান।

পারিবারিক আয়োজনে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে এ বিয়ে সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা।

240599613_4973357149360614_3467371116320216719_n-(1)এটি অপূর্বর তৃতীয় বিয়ে। এর আগে ২০১০ সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেন অপূর্ব। ওই সংসার ভেঙে গেলে ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন তিনি। তার সঙ্গেও সংসারের ইতি টানেন ২০২০ সালে।

240651497_4973357349360594_5797659067035442706_nবিয়ে প্রসঙ্গে বুধবার অপূর্ব জানান, পারিবারিক সিদ্ধান্তে বিয়ের উদ্যোগ নিয়েছেন তিনি। হবু স্ত্রী মিডিয়ার বাইরের মানুষ। তার নাম শাম্মা দেওয়ান। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। তবে তার পৈত্রিক বাড়ি ঢাকার লালমাটিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত