আনিকা কবির শখ অনেক দিন অভিনয়ে ছিলেন না। বিয়ে, সংসার আর সন্তানের দিকেই দিয়েছিলেন পুরো মনোযোগ। দুই বছরের বেশি সময়ের বিরতির পর এবার ঈদের নাটকে দেখা যাবে শখকে। অভিনেত্রী জানিয়েছেন, এবার ঈদ উপলক্ষে তিনটি নাটকে অভিনয় করেছেন তিনি। ঈদের তিনটি নাচের অনুষ্ঠান এবং একটি ম্যাগাজিন অনুষ্ঠানেও দেখা যাবে শখকে।
জাকিউল ইসলাম রিপনের ‘ফাটাফাটি প্রেম’ নাটক দিয়ে অনেক দিন পর অভিনয়ে ফেরেন শখ। এতে তাঁর নায়ক যাহের আলভী। এ ছাড়া বিশ্বজিৎ দত্তের পরিচালনায় ‘বাঘ ও বাঘিনী’ এবং প্রীত দত্তের পরিচালনায় ‘দাতা হাতেম তাই’ নাটকে অভিনয় করেছেন শখ। এ দুই নাটকে শখের নায়ক শামীম হাসান সরকার।
ঈদে চ্যানেল নাইনে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে শখকে দেখা যাবে তিনটি গানের সঙ্গে পারফর্ম করতে। এটিএন বাংলা ও বিটিভিতেও থাকছে শখের পারফরম্যান্স। আনজাম মাসুদের গ্রন্থনা, পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘আমি কথা বলতে চাই’ অনুষ্ঠানেও দেখা যাবে তাঁকে।
শখ বলেন, ‘অনেকটা পরিকল্পনা ছাড়াই এবারের ঈদের নাটকে কাজ করা। ভীষণ ভালো লাগল যে ভালো ভালো গল্পের তিনটি নাটকে অভিনয় করেছি। ঈদের তিনটি নাচের অনুষ্ঠানেও অংশ নিয়েছি। সবমিলিয়ে এবারের ঈদ উৎসবে আমি আছি বেশ ভালোভাবেই। তা ছাড়া, এবারের ঈদ আমার কাছে খুব স্পেশাল। কারণ এবারই প্রথম আমি আমার মেয়ের সঙ্গে প্রথম ঈদ উদ্যাপন করতে যাচ্ছি।’
আনিকা কবির শখ অনেক দিন অভিনয়ে ছিলেন না। বিয়ে, সংসার আর সন্তানের দিকেই দিয়েছিলেন পুরো মনোযোগ। দুই বছরের বেশি সময়ের বিরতির পর এবার ঈদের নাটকে দেখা যাবে শখকে। অভিনেত্রী জানিয়েছেন, এবার ঈদ উপলক্ষে তিনটি নাটকে অভিনয় করেছেন তিনি। ঈদের তিনটি নাচের অনুষ্ঠান এবং একটি ম্যাগাজিন অনুষ্ঠানেও দেখা যাবে শখকে।
জাকিউল ইসলাম রিপনের ‘ফাটাফাটি প্রেম’ নাটক দিয়ে অনেক দিন পর অভিনয়ে ফেরেন শখ। এতে তাঁর নায়ক যাহের আলভী। এ ছাড়া বিশ্বজিৎ দত্তের পরিচালনায় ‘বাঘ ও বাঘিনী’ এবং প্রীত দত্তের পরিচালনায় ‘দাতা হাতেম তাই’ নাটকে অভিনয় করেছেন শখ। এ দুই নাটকে শখের নায়ক শামীম হাসান সরকার।
ঈদে চ্যানেল নাইনে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে শখকে দেখা যাবে তিনটি গানের সঙ্গে পারফর্ম করতে। এটিএন বাংলা ও বিটিভিতেও থাকছে শখের পারফরম্যান্স। আনজাম মাসুদের গ্রন্থনা, পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘আমি কথা বলতে চাই’ অনুষ্ঠানেও দেখা যাবে তাঁকে।
শখ বলেন, ‘অনেকটা পরিকল্পনা ছাড়াই এবারের ঈদের নাটকে কাজ করা। ভীষণ ভালো লাগল যে ভালো ভালো গল্পের তিনটি নাটকে অভিনয় করেছি। ঈদের তিনটি নাচের অনুষ্ঠানেও অংশ নিয়েছি। সবমিলিয়ে এবারের ঈদ উৎসবে আমি আছি বেশ ভালোভাবেই। তা ছাড়া, এবারের ঈদ আমার কাছে খুব স্পেশাল। কারণ এবারই প্রথম আমি আমার মেয়ের সঙ্গে প্রথম ঈদ উদ্যাপন করতে যাচ্ছি।’
২০২০ সালে ‘তকদীর’ ওয়েব সিরিজ দিয়ে আলোচনায় আসেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর ওয়েব সিরিজ ‘কারাগার’ নির্মাতা হিসেবে তাঁকে আরও পরিচিতি এনে দেয়। প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে শাওকী পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘গুলমোহর’। এ সিরিজের মাধ্যমে প্রথমবার বাংলাদেশের কোনো কনটেন্টে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা
১ দিন আগেঅনেকের কাছে শৈশবের স্মৃতি মানেই বাবার জামা ধরে সাইকেলের পেছনে বসে থাকা। সেই সাইকেলটা যেন শুধু একটা বাহন নয়, জীবনের প্রতীক। শৈশবের সেই স্মৃতি আজও অনেককে স্মৃতিকাতর করে। সেই স্মৃতিকাতরতা নিয়ে গায়ক নাহিদ হাসান তাঁর বাবার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটালেন গানে গানে। ‘বাবার সাইকেল’ শিরোনামে নতুন গান বাঁধলেন
১ দিন আগেআগামী ১২ থেকে ২০ জুন বুলগেরিয়ার ভার্নায় অনুষ্ঠিত হবে ২১তম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব রেডক্রস অ্যান্ড হেলথ ফিল্মস। এ উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশের ‘খবরের কাগজ’। আসাদুজ্জামান সবুজের গল্পে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি পরিচালনা ও সম্পাদনা করেছেন সোহেল আরিয়ান।
১ দিন আগেমেট গালা মানেই ফ্যাশন প্যারেড। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছরের মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয় এ ফ্যাশন শো। ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় এই আসরে উপস্থিত হন জনপ্রিয় তারকারা। এতে অংশ নেওয়ার জন্য তারকাদের থাকে দীর্ঘ প্রস্তুতি। সবাই চান ভিন্নধর্মী পোশাক পরে তাক
১ দিন আগে