শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্মিত হলো এক খণ্ডের বিশেষ নাটক ‘চারুকাব্য’। প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির ও খায়রুল বাসার। প্রচারিত হবে শুক্রবার (১৫ অক্টোবর) রাত ৮টায় আরটিভিতে।
‘চারুকাব্য’ নাটকের গল্পে দেখা যাবে, চারু আর মিহির বিয়ে। মিহিরের মামাত ভাই কাব্য মা বাবাসহ কানাডা থেকে এই উপলক্ষেই আসা। সবাই মিলে খুব কেনা কাটাও করে। আংটিবদল হয়। বিয়েতে দেরী করতে চায় না দুই পরিবারের কেউ। বিয়ের আগে নানা কারনেই চারু আর কাব্যর বেশ কয়েকবার দেখা হয়। কাব্য কোনোভাবেই কুল কিনারা করতে পারে না এত বিপরীত দুইটা মানুষ বিয়ে কেন করতে যাচ্ছে। ও নানা সময়ে জানতে চায় ওদের প্রথম দেখা প্রথম প্রপোজ কিভাবে হয়েছিল। গল্পগুলো যখনই শুনতে থাকে ভাবে মিহিরের জায়গায় ও থাকলে দিনটা কেমন হত। ও কি করত। ওর হতে থাকে আসলেই যেন সেই দিনটা ওর জীবনে ছিল। ও বুঝতে পারে না ওর কেন এমন হচ্ছে। রাতে কাব্য স্বপ্ন দেখে ওর সাথে বিয়ে হচ্ছে চারুর।এর মধ্যে একদিন রাতে চারুর সাথে দেখা করতে কাব্যর সাথে বাইকে করে বের হয় মিহির। একটা এক্সিডেন্টে দুইজনই প্রচণ্ড আহত হয়। ঘটনাস্থলে মারা যায় মিহির। চারুর বাসার সবাই ভেঙ্গে পরে। কাব্য ওর বাসায় জানায় ও চারুকে বিয়ে করতে চায়। কাব্যর মা প্রথমে রাজি হয় না। কাব্য বুঝায়। ওদের বাসা থেকে প্রস্তাব যায়। চারুর বাসায় সবাই খুশি হলেও চারু ভাবতে থাকে ও অপয়া। ও আর কোন ভাবেই বিয়ে করতে চায় না। কাব্য নানা ভাবে চেস্টা করে বুঝানোর। কিন্তু চারুর মা বাবা চায় নির্ধারিত তারিখেই বিয়েটা হোক। নাহলে পড়ে চারুর বিয়ে দিতে সমস্যা হবে।’
নাটকের গল্প এভাবেই আগায়। গত দুইদিন ঢাকার বিভিন্ন স্থানে শুটিং হয়েছে এই নাটকের। খায়রুল বাশার বলেন,‘ রোমান্টিক নাটক। আমি আর সাফা এর আগেও জুটি হয়ে অভিনয় করেছি। নাটকগুলো বেশ জনপ্রিয়তাও পেয়েছে। আশা করছি এই মিষ্টি গল্পটাও মানুষ সুন্দরভাবে গ্রহণ করবেন।’
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নির্মিত হলো এক খণ্ডের বিশেষ নাটক ‘চারুকাব্য’। প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির ও খায়রুল বাসার। প্রচারিত হবে শুক্রবার (১৫ অক্টোবর) রাত ৮টায় আরটিভিতে।
‘চারুকাব্য’ নাটকের গল্পে দেখা যাবে, চারু আর মিহির বিয়ে। মিহিরের মামাত ভাই কাব্য মা বাবাসহ কানাডা থেকে এই উপলক্ষেই আসা। সবাই মিলে খুব কেনা কাটাও করে। আংটিবদল হয়। বিয়েতে দেরী করতে চায় না দুই পরিবারের কেউ। বিয়ের আগে নানা কারনেই চারু আর কাব্যর বেশ কয়েকবার দেখা হয়। কাব্য কোনোভাবেই কুল কিনারা করতে পারে না এত বিপরীত দুইটা মানুষ বিয়ে কেন করতে যাচ্ছে। ও নানা সময়ে জানতে চায় ওদের প্রথম দেখা প্রথম প্রপোজ কিভাবে হয়েছিল। গল্পগুলো যখনই শুনতে থাকে ভাবে মিহিরের জায়গায় ও থাকলে দিনটা কেমন হত। ও কি করত। ওর হতে থাকে আসলেই যেন সেই দিনটা ওর জীবনে ছিল। ও বুঝতে পারে না ওর কেন এমন হচ্ছে। রাতে কাব্য স্বপ্ন দেখে ওর সাথে বিয়ে হচ্ছে চারুর।এর মধ্যে একদিন রাতে চারুর সাথে দেখা করতে কাব্যর সাথে বাইকে করে বের হয় মিহির। একটা এক্সিডেন্টে দুইজনই প্রচণ্ড আহত হয়। ঘটনাস্থলে মারা যায় মিহির। চারুর বাসার সবাই ভেঙ্গে পরে। কাব্য ওর বাসায় জানায় ও চারুকে বিয়ে করতে চায়। কাব্যর মা প্রথমে রাজি হয় না। কাব্য বুঝায়। ওদের বাসা থেকে প্রস্তাব যায়। চারুর বাসায় সবাই খুশি হলেও চারু ভাবতে থাকে ও অপয়া। ও আর কোন ভাবেই বিয়ে করতে চায় না। কাব্য নানা ভাবে চেস্টা করে বুঝানোর। কিন্তু চারুর মা বাবা চায় নির্ধারিত তারিখেই বিয়েটা হোক। নাহলে পড়ে চারুর বিয়ে দিতে সমস্যা হবে।’
নাটকের গল্প এভাবেই আগায়। গত দুইদিন ঢাকার বিভিন্ন স্থানে শুটিং হয়েছে এই নাটকের। খায়রুল বাশার বলেন,‘ রোমান্টিক নাটক। আমি আর সাফা এর আগেও জুটি হয়ে অভিনয় করেছি। নাটকগুলো বেশ জনপ্রিয়তাও পেয়েছে। আশা করছি এই মিষ্টি গল্পটাও মানুষ সুন্দরভাবে গ্রহণ করবেন।’
ঈদ ছাড়া এখন সিনেমা মুক্তি দেওয়ার সাহস করেন না নির্মাতারা। তাই ঈদ ছাড়া বছরের বাকি সময়টা বন্ধ থাকে বেশির ভাগ হল। আর চালু থাকা হলগুলোর ভরসা পুরোনো সিনেমা। গত কোরবানির ঈদ উপলক্ষে ৭ জুন মুক্তি পেয়েছিল ছয়টি সিনেমা। পরের তিন মাসে আলোর মুখ দেখেছে মাত্র চারটি সিনেমা।
৭ ঘণ্টা আগেজাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ও টেলিফিল্ম। ফিরোজ আহমেদ বানিয়েছেন নাটক ‘আলেয়া’ এবং ‘প্রিয় এমন রাত’ নামের টেলিফিল্ম পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার।
৭ ঘণ্টা আগেখুরশীদ আলম ও লীনু বিল্লাহ—দুজনই পেশাদার শিল্পী। দুজনেরই রয়েছে দীর্ঘ সংগীত ক্যারিয়ার। গত মাসে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তাঁরা জানান, ভালো বন্ধু হলেও দীর্ঘ ক্যারিয়ারে একসঙ্গে গান গাওয়া হয়নি তাঁদের। দুজনেরই খুব ইচ্ছা ছিল একসঙ্গে গাওয়ার। এখনো সেই স্বপ্ন লালন করেন তাঁরা।
৭ ঘণ্টা আগেমালয়ালম ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শন আশির দশকে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। শুধু মালয়ালম নয়; হিন্দি, তামিল, তেলুগু ভাষায়ও সিনেমা বানিয়েছেন তিনি। সব মিলিয়ে তাঁর নির্মিত সিনেমার সংখ্যা ৯৮টি।
৭ ঘণ্টা আগে