Ajker Patrika

চার দিন ধরে সিসিইউতে অভিনেত্রী ডেইজি আহমেদ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৩: ২৪
চার দিন ধরে সিসিইউতে অভিনেত্রী ডেইজি আহমেদ

অভিনেত্রী ও রবীন্দ্রসংগীত শিল্পী ডেইজি আহমেদ অসুস্থ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে অভিনেত্রী তাজরিন ফারহানা ঐন্দ্রিলা। 

তাজরিন ফারহানা ঐন্দ্রিলা জানিয়েছেন, অনেক দিন ধরে ডেইজি আহমেদের শরীরটা তেমন ভালো যাচ্ছিল না। মাসদুয়েক আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। সেরেও উঠেছিলেন ভালোভাবে। 

ঐন্দ্রিলা বলেছেন, ‘৪ সেপ্টেম্বর, যেদিন আমার বাবার ৮০ তম জন্মদিন ছিল, ওই দিন মা হঠাৎ সেন্স হারিয়ে ফেলেন। তখনই হাসপাতালে নেওয়া হয়। শনিবার থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।’ ডেইজি আহমেদের মেয়ে অভিনেত্রী তাজরিন ফারহানা ঐন্দ্রিলা তাঁর মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। 

অভিনেত্রী ডেইজি আহমেদ

ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে ডেইজি আহমেদের আসল নাম ফৌজিয়া আহমেদ ডেইজি। পরবর্তী সময়ে ডেইজি আহমেদ-এ সংক্ষিপ্ত নামেই পরিচিত হয়ে ওঠেন তিনি। ললিতকলা একাডেমিতে রবীন্দ্র সংগীত শিখেছেন ডেইজি আহমেদ। পড়েছেন ভারতের বিশ্ব ভারতীতেও। ১৯৯৬ সালে প্রকাশ করেছিলেন রবীন্দ্র সংগীতের অ্যালবাম ‘তোমার রাগে অনুরাগী’। টিভি নাটকে ডেইজি আহমেদ প্রথম অভিনয় করেন আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায়। ‘মালঞ্চ’ নাটকে। তাঁর সহশিল্পী ছিলেন বুলবুল আহমেদ ও কবরী। আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় ‘বড় দিদি’ নামে আরেকটি নাটকেও অভিনয় করেছিলেন ডেইজি আহমেদ। ওই নাটকে তাঁর বড় দিদি ছিলেন শর্মিলী আহমেদ। 

অভিনেতা বুলবুল আহমেদের সঙ্গে ডেইজি আহমেদের বিয়ে হয় ১৯৬৫ সালের ৭ ফেব্রুয়ারি। তাঁদের সন্তান ঐন্দ্রিলা আহমেদ বাবা-মায়ের মতো মিডিয়ায় পরিচিত মুখ। টিভি নাটকে অভিনয় করেন। এছাড়া একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নৃত্যশিল্পী লায়লা হাসানের আপন বোন ডেইজি আহমেদ। ডেইজি আহমেদ বড় হয়েছেন সাংস্কৃতিক পরিমণ্ডলে। সারা জীবন সেভাবেই কাটিয়েছেন। নিজেও একসময় নিয়মিত অভিনয় করেছেন। পরবর্তীতে উপস্থিতি খানিকটা কমে গিয়েছিল শারীরিক অসুস্থতার কারণে। কিন্তু অভিনয় তিনি ছাড়েননি। ডেইজি আহমেদ সুস্থ হয়ে ফিরে আসুন-সবার এখন এটাই প্রার্থনা।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত