Ajker Patrika

প্রশংসায় ভাসছেন তাহসান

বিনোদন প্রতিবেদক
প্রশংসায় ভাসছেন তাহসান

ঢাকা: বিচ্ছেদের চার বছর পর এক শোতে মুখোমুখি হলেন তাহসান ও মিথিলা। ভক্তদের দিলেন ইতিবাচক বার্তা। দুজনকে নিয়ে বিশেষ এই আড্ডার সঞ্চালনা করেন স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভিদ মাহবুব। শোয়ের শুরুতে দু’জনেই অংশ নেন মজার গেম শোতে। যেখানে স্কোরে তাহসান প্রথমে এগিয়ে থাকলেও শেষে ফলাফল প্রায় সমান হয়। দুজনেই তাদের পাওয়া দামি পুরস্কারগুলো লাইভ শোয়ের কমেন্ট বক্স থেকে বাছাই করা সেরা মন্তব্যকারীদের দিয়ে দিয়েছেন।

তাহসান বলেন, ‘যখন আমি সারপ্রাইজের স্ট্যাটাসটি দিলাম এবং মিথিলা উত্তর দিল, তখন চারিদিক থেকে অনেক কমেন্ট আসলো। আমি ভাগ্যবান যে আমার পেজে অনেক ভালো কমেন্ট আসে। কিন্তু তার মাঝেও প্রতি স্ট্যাটাসেই ওকে নিয়ে কিছু নেতিবাচক কমেন্ট থাকবেই। কিছু মানুষ আছেন, যারা প্রতিনিয়ত নেতিবাচকতা ছড়াতে ভালোবাসেন।’

২০১৭ সালের অক্টোবরে প্রায় ১১ বছরের সংসার জীবনের ইতি টানেন তাহসান ও মিথিলা। পরবর্তীতে ২০১৯ সালের ডিসেম্বরে ভারতের কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জীকে বিয়ে করেন মিথিলা। একসঙ্গে তাঁদের এমন উপস্থিতি মুগ্ধ করে অনেককেই। 

তাহসান রহমান খান। ছবি: ফেসবুকঅন্যদিকে তাহসান খান ও তাসনিয়া ফারিণ অভিনীত ঈদের বিশেষ টেলিফিল্ম ‘অপহরণ’ বেশ প্রশংসা পাচ্ছে। সঞ্জয় সমদ্দার নির্মিত এই টেলিছবিতে মহামারী পরবর্তী সংকটের একটি গল্প দেখানো হয়েছে। লকডাউনের কারণে এক রিক্সাচালকের আয় রোজগার বন্ধ হওয়ায় বাধ্য হয়ে স্ত্রী সহ অন্যের বাসায় চুরি করতে আসে সে। ঘটতে থাকে মজার ও নির্মম সব কাণ্ড!

পাঁচ বছর হয়ে গেছে ওর সাথে আমার বিচ্ছেদ হয়েছে। আমরা কাজ করছি না একসাথে সঙ্গত কারণে। কিন্তু এখনও প্রতিনিয়ত আমার পোস্টে তাকে কটাক্ষ করা হয় এবং তার পোস্টেও আমাকে নিয়ে কমেন্ট করা হয়। এই কাজগুলো কারা করেন এবং কেন করেন, তা নিয়ে আমরা কথা বলিনা বলে এগুলো বেড়ে যাচ্ছে।

তাহসান রহমান খান

আর এমন গল্পের টেলিছবিতে রিক্সাচালক, চোরের চরিত্রে অভিনয় করেন তাহসান খান। আর তাসনিয়া ফারিণ অভিনয় করেন তার স্ত্রীর চরিত্রে। রোমান্টিক কিংবা একেবারে নাগরিক কোনো চরিত্রে তাহসানকে দেখে অভ্যস্ত দর্শক, কিন্তু ‘অপহরণ’ এ সেই চিরচেনা ছক ভেঙে তাহসান হাজির একেবারে সাদামাটা এক চরিত্রে!

এছাড়া এই ঈদে তাহসানের ‘এই পৃথিবী আমাদের’, ‘ক্রেডিট শো’, ‘কম খরচে ভালোবাসা’, ‘শেষের খুব কাছে’,‘মায়া’ নাটকগুলোও প্রশংসা পায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত