Ajker Patrika

বিয়ে করলেন অভিনেত্রী শাকিলা পারভীন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
স্বামী সোহানের সঙ্গে শাকিলা পারভীন। ছবি: সংগৃহীত
স্বামী সোহানের সঙ্গে শাকিলা পারভীন। ছবি: সংগৃহীত

বিয়ে করেছেন মডেল ও ছোট পর্দার অভিনেত্রী শাকিলা পারভীন। বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করে সুখবর জানিয়েছেন অভিনেত্রী নিজে। শাকিলার বরের নাম আরবিন খান সোহান। তিনি বাংলাদেশ বিমানে চাকরি করেন। গত রোববার ঢাকায় তাঁদের বিয়ে হয়।

শাকিলা জানান, আট বছর আগে তাঁদের পরিচয়। এরপর বন্ধুত্ব ও প্রেম। দুই পরিবারের সম্মতিতে নিয়েছেন বিয়ের সিদ্ধান্ত।

সংবাদমাধ্যমে শাকিলা বলেন, ‘আমাদের নিজেদের ভালো লাগা ছিল। সেখান থেকে বন্ধুত্ব গড়ে ওঠে। দুই পরিবার আমাদের সম্পর্কে জানত। দুই পরিবারের লোকজন গতকাল (রোববার) কথা বলেন বিয়ের দিন-তারিখ নিয়ে। এনগেজমেন্ট হওয়ার কথা ছিল। পরে সন্ধ্যার দিকে আমাদের বিয়ের সিদ্ধান্ত হয়। কাউকে জানাতে পারিনি। আমরা যেহেতু আগে ঠিক করেছিলাম বিয়ে করতে পারি, সেখানে হঠাৎ করে বিয়ের সিদ্ধান্তে অবাক হয়েছিলাম। পরে পরিবারের কথা চিন্তা করে আনুষ্ঠানিকতা সেরেছি।’

মিউজিক ভিডিও দিয়ে ২০১৮ সালে মিডিয়ায় কাজ শুরু করেন শাকিলা। পরের বছর থেকে নাটকে নাম লেখান। ‘বিয়ে বাড়ীর রং ঢং’, ‘আজ তামিমের বিয়ে’, ‘নানি বাড়ির স্মৃতি’সহ বেশ কিছু নাটক তাঁকে পরিচিতি এনে দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত