পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন নির্মাতা মিনহাজ উদ্দিন। সম্প্রতি জার্মানি থেকে দেশে ফিরে নিজের মা ও বোনের সঙ্গে বিবাদে জড়িয়েছেন তিনি। মিনহাজের অভিযোগ, আগেও অর্থের লোভে মা নাসিমা আক্তার ও বোন আফিয়া আঞ্জুম মালিহা মানসিক নির্যাতন করেছেন তাঁকে।
ক্যারিয়ারের শুরু থেকেই নাটক, মিউজিক ভিডিও ও বিজ্ঞাপন বানিয়েছেন মিনহাজ। ২০১৫ সালে ‘স্বপ্নচোর’ নাটক দিয়ে আলোচনায় আসেন তিনি। ২০১৮ সালে জার্মানি যান চলচ্চিত্র বিষয়ে মাস্টার্স করতে। গত বছর ৩০ আগস্ট পারিবারিকভাবে আকদ হয় তাহামিদার সঙ্গে, ২৭ সেপ্টেম্বর হয় বিবাহোত্তর সংবর্ধনা। মিনহাজ জানিয়েছেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাঁর মা ও বোন তাহামিদাকে মানসিক নির্যাতন করতেন।
সম্প্রতি সিনেমা নির্মাণের উদ্দেশে দেশে ফিরেছেন মিনহাজ। তাঁর অভিযোগ, নানা ঘটনার জের ধরে ৬ ডিসেম্বর রাতে তাহামিদার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ব্যক্তিগত মেসেজ পড়তে চান মিনহাজের মা নাসিমা আক্তার ও বোন আফিয়া আঞ্জুম মালিহা। প্রতিবাদ করলে তাঁরা খেপে গিয়ে মিনহাজকে গালিগালাজ ও মারধর করেন। স্বামীকে বাঁচাতে গেলে তাহামিদাও লাঞ্ছিত হন। ঘটনার রাতেই মিনহাজ ও তাহামিদা ফেনী সদর হাসপাতালে গিয়ে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন এবং ফেনী থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর ৪৮৫। মা ও বোন সমঝোতা স্বাক্ষর করে জিডি তুলে নিতে চাপ দিলে পারিবারিক শান্তির কথা ভেবে মিনহাজ রাজি হন। ১০ ডিসেম্বর সমঝোতার জন্য তারিখ নির্ধারণ করলেও ৯ ডিসেম্বর নাসিমা আক্তার আদালতে মিনহাজের বিরুদ্ধে চাঁদাবাজি, স্বর্ণালংকার লুট ও হত্যার চেষ্টা মামলা করেন বলে জানিয়েছেন মিনহাজ।
মিনহাজ বলেন, ‘এবারই প্রথম নয়। এর আগেও আমার মা-বোন টাকার জন্য আমাকে মানসিক নির্যাতন করেছেন। এমনকি হাসপাতালে ধরে নিয়ে গিয়ে আমাকে পাগল সাব্যস্ত করার চেষ্টাও করেছেন। পরিবারের সম্মানের কথা চিন্তা করে বিষয়টি নিয়ে চুপ ছিলাম। কিন্তু এখন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে এবং বিষয়টা আমার ক্যারিয়ার আর দাম্পত্য জীবনে প্রভাব ফেলছে, তাই বাধ্য হয়ে মিডিয়ায় মুখ খুললাম।’
পারিবারিক সহিংসতার শিকার হয়েছেন নির্মাতা মিনহাজ উদ্দিন। সম্প্রতি জার্মানি থেকে দেশে ফিরে নিজের মা ও বোনের সঙ্গে বিবাদে জড়িয়েছেন তিনি। মিনহাজের অভিযোগ, আগেও অর্থের লোভে মা নাসিমা আক্তার ও বোন আফিয়া আঞ্জুম মালিহা মানসিক নির্যাতন করেছেন তাঁকে।
ক্যারিয়ারের শুরু থেকেই নাটক, মিউজিক ভিডিও ও বিজ্ঞাপন বানিয়েছেন মিনহাজ। ২০১৫ সালে ‘স্বপ্নচোর’ নাটক দিয়ে আলোচনায় আসেন তিনি। ২০১৮ সালে জার্মানি যান চলচ্চিত্র বিষয়ে মাস্টার্স করতে। গত বছর ৩০ আগস্ট পারিবারিকভাবে আকদ হয় তাহামিদার সঙ্গে, ২৭ সেপ্টেম্বর হয় বিবাহোত্তর সংবর্ধনা। মিনহাজ জানিয়েছেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তাঁর মা ও বোন তাহামিদাকে মানসিক নির্যাতন করতেন।
সম্প্রতি সিনেমা নির্মাণের উদ্দেশে দেশে ফিরেছেন মিনহাজ। তাঁর অভিযোগ, নানা ঘটনার জের ধরে ৬ ডিসেম্বর রাতে তাহামিদার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ব্যক্তিগত মেসেজ পড়তে চান মিনহাজের মা নাসিমা আক্তার ও বোন আফিয়া আঞ্জুম মালিহা। প্রতিবাদ করলে তাঁরা খেপে গিয়ে মিনহাজকে গালিগালাজ ও মারধর করেন। স্বামীকে বাঁচাতে গেলে তাহামিদাও লাঞ্ছিত হন। ঘটনার রাতেই মিনহাজ ও তাহামিদা ফেনী সদর হাসপাতালে গিয়ে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন এবং ফেনী থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর ৪৮৫। মা ও বোন সমঝোতা স্বাক্ষর করে জিডি তুলে নিতে চাপ দিলে পারিবারিক শান্তির কথা ভেবে মিনহাজ রাজি হন। ১০ ডিসেম্বর সমঝোতার জন্য তারিখ নির্ধারণ করলেও ৯ ডিসেম্বর নাসিমা আক্তার আদালতে মিনহাজের বিরুদ্ধে চাঁদাবাজি, স্বর্ণালংকার লুট ও হত্যার চেষ্টা মামলা করেন বলে জানিয়েছেন মিনহাজ।
মিনহাজ বলেন, ‘এবারই প্রথম নয়। এর আগেও আমার মা-বোন টাকার জন্য আমাকে মানসিক নির্যাতন করেছেন। এমনকি হাসপাতালে ধরে নিয়ে গিয়ে আমাকে পাগল সাব্যস্ত করার চেষ্টাও করেছেন। পরিবারের সম্মানের কথা চিন্তা করে বিষয়টি নিয়ে চুপ ছিলাম। কিন্তু এখন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে এবং বিষয়টা আমার ক্যারিয়ার আর দাম্পত্য জীবনে প্রভাব ফেলছে, তাই বাধ্য হয়ে মিডিয়ায় মুখ খুললাম।’
বাণিজ্যিক সিনেমায় আইটেম গান থাকবে না, তা কি হয়! গল্পের সঙ্গে সংযোগ থাকুক বা না থাকুক, প্রত্যেক নির্মাতাই চান, সিনেমায় একটা আইটেম গান রাখতে। তাতে নাকি সহজেই দর্শকদের আকর্ষণ করা যায়! দর্শক টানার এ ফর্মুলা অনুসরণ করছেন নাটকের নির্মাতারাও। ইদানীং নাটকেও শুরু হয়েছে এ প্রবণতা। সিনেমার আদলে নাটকের...
৫ ঘণ্টা আগেকরোনার সময় সারা বিশ্বের মানুষ হয়ে পড়েছিল ঘরবন্দী। বন্ধ হয়ে গিয়েছিল পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ। ঘরে বসেই কাটাতে হতো অলস সময়। সবাই নতুন করে স্বপ্ন দেখত, কবে আবার ফিরবে সুদিন। নতুন গানে সেই সময়ের স্মৃতি ফিরিয়ে আনলেন পান্থ কানাই। গানের শিরোনাম ‘সেই এক সময় ছিল’। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এ গানে সুর...
৫ ঘণ্টা আগেকথা ছিল মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে একের পর এক সিনেমার খবরের শিরোনাম হবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু তা হচ্ছে কই! বরং একের পর এক বিতর্কের কেন্দ্রে তিনি। শুটিংয়ের সময় ও পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের সঙ্গে মতানৈক্যের কারণে সম্প্রতি দুই সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। এ নিয়ে এত দিন চুপ ছিলেন অভিনেত্রী...
৫ ঘণ্টা আগেঅভিরামপুর নামের এক গ্রামের মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘ঘুরিতেছে পাঙ্খা’। ওই গ্রামের অস্থির স্বভাবের মানুষের মজার সব কাণ্ড, প্রেম, ঝগড়া আর ডিশ-সংযোগের ব্যবসা ঘিরেই নাটকের কাহিনি। রচনা ও পরিচালনা করেছেন হিমু আকরাম। ১৩ অক্টোবর থেকে আরটিভিতে প্রচার শুরু হবে। দেখা যাবে সোম থেকে...
৫ ঘণ্টা আগে