Ajker Patrika

মারা গেছেন ‘আজ রবিবার’ নাটকের নির্মাতা মনির হোসেন

আপডেট : ২৭ জুন ২০২৪, ১৩: ৪৫
মারা গেছেন ‘আজ রবিবার’ নাটকের নির্মাতা মনির হোসেন

মারা গেছেন বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘আজ রবিবার’-এর নির্মাতা মনির হোসেন জীবন। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

কামরুজ্জামান সাগর জানান, ব্রেইন স্ট্রোক করেছিলেন মনির হোসেন জীবন। পরে তাঁকে নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জীবন।

আজ বৃহস্পতিবার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদনের জন্য জীবনের মরদেহ রাখা হয়। সেখানেই অনুষ্ঠিত হয় তাঁর প্রথম জানাজা। পরে লাশ নিয়ে গ্রামের বাড়ি নরসিংদী জেলার মনোহরদীতে রওনা দিয়েছে তাঁর পরিবার। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে জীবনকে।

হুমায়ুন আহমেদের লেখা ‘আজ রবিবার’ নাটক দিয়েই পূর্ণ পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন মনির হোসেন জীবন। এটি নব্বইয়ের দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি ধারাবাহিক। এরপর অসংখ্য নাটক নির্মাণ করেছেন তিনি।

এক ফ্রেমে হুমায়ূন আহমেদ, মনির হোসেন, শাওন ও শমী কায়সার। ছবি: ফেসবুকমনির হোসেন জীবন পরিচালিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে আরও রয়েছে ‘চোর কাঁটা’, ‘আলী বাবা চল্লিশ স্মাগলার’, ‘অভিমানী’, ‘গুজব’, ‘ভবের মানুষ’ ইত্যাদি। ২০০০ সাল থেকে মনির হোসেন জীবন তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা ‘স্বাধীন চলচ্চিত্র’ গঠন করেন। তাঁর প্রযোজনা সংস্থা থেকে অনেক নাটক নির্মিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত