Ajker Patrika

অভিনেতা ও নির্মাতা তারেক মাহমুদের মৃত্যু 

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১০: ৫৬
অভিনেতা ও নির্মাতা তারেক মাহমুদের মৃত্যু 

অভিনেতা, নির্মাতা ও কবি তারেক মাহমুদ মারা গেছেন। গতকাল ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তারেক মাহমুদের মৃত্যুর খবরটি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রওনক হাসান। এ ছাড়া তাঁর বেশ কয়েকজন সহকর্মী ও নির্মাতা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।

রওনক হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘তারেক গতকাল রাতে মগবাজার কমিউনিটি হাসপাতালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন। তাঁর জন্য সবাই দোয়া করবেন।’

তারেক মাহমুদকে নিয়ে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস লিখেছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। প্রয়াত অভিনেতার স্মৃতিতে তিনি লিখেছেন, ‘আমার নাটকে আমার একটি প্রিয় চরিত্র করেছিলেন তিনি। নাটকের নাম ‘‘গফুরের বিয়ে’’। চরিত্রের নাম ছিল আলতা পাগলা। বাস্তবে আলতা চরিত্রটি আমার কাকা। সবাই তাকে আলতা পাগলা বলে ডাকে। চরিত্রটি যখন তাঁকে বুঝিয়ে বললাম, এমনভাবে তিনি করেছিলেন যে তাঁর ভেতরে আমি আমার কাকাকে দেখেছিলাম। তারেক ভাই শক্তিমান অভিনেতা ছিলেন। কিন্তু এই দেশ ও জাতি তাঁকে চিনতে পেরেছিল কিনা, জানি না।’

সবশেষ তিনি লিখেছেন, ‘অবশেষে শুধু বলব, মানুষটা ভালো অভিনয় করত। আমরা যারা মিডিয়ায় কাজ করি, আমাদের সহকর্মী সম্পর্কে নির্দ্বিধায় বলতে পারি, এই মানুষটা একজন ভালো মানুষ ছিল। আল্লাহ পাক তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন, আমিন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত