বিনোদন প্রতিবেদক, ঢাকা
ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে তানিয়া বৃষ্টি ও নিলয় আলমগীর জুটি। এই জুটি অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘সুখের স্যুটকেস’, ‘ঘরজামাই’, ‘আপন পর’, ‘ক্র্যাক গার্ল’, ‘বউয়ের মন পুলিশ পুলিশ’ ইত্যাদি। এবার এই জুটি নিয়ে নতুন নাটক নির্মাণ করলেন নাজমুল রনি। নাটকের নাম ‘পার্সেল’। একটি পার্সেলকে কেন্দ্র করে এগিয়েছে নাটকের গল্প। রচনা করেছেন অনামিকা মন্ডল।
পরিচালক নাজমুল রনি বলেন, ‘অভিনেতা হিসেবে নিলয় আলমগীর ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছেন। তানিয়া বৃষ্টিও এখন অভিনয়ে পরিপক্ব। তাঁকে দিয়ে যেকোনো চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করানো যায়। আমি এর আগে তানিয়াকে নিয়ে একটি নাটক নির্মাণ করেছি। এটা বলতেই হয় যে কাজের প্রতি তাঁর ডেডিকেশনই আজ তাঁকে এই অবস্থানে নিয়ে এসেছে। পার্সেল নাটকে নিলয় ও তানিয়া বৃষ্টি জুটি দারুণ অভিনয় করেছেন। তাঁদের অভিনয় এবং গল্প দর্শকদের মন জয় করবে বলে আমার বিশ্বাস।’
তানিয়া বৃষ্টি বলেন, ‘পার্সেল নাটকের গল্পটা আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। একটি পার্সেলকে কেন্দ্র করে মূলত নাটকের গল্প এগিয়ে যায়। আমার চরিত্রটি কখনো স্বাভাবিক, কখনো অস্বাভাবিক হয়ে ওঠে। পরিচালকের সঙ্গে আলোচনা করে চরিত্রটির জন্য নিজেকে তৈরি করেছি। সাধ্যমতো চেষ্টা করেছি, চরিত্রটি শতভাগ ফুটিয়ে তোলার। আমি চাইছি, একই ঘরানার নাটকে আবদ্ধ না থেকে নানা ধরনের চরিত্রের নাটকে অভিনয় করতে। ভবিষ্যতেও দর্শক আমাকে ব্যতিক্রমধর্মী বিভিন্ন চরিত্রে দেখতে পাবেন।’
অভিনেতা নিলয় আলমগীর বলেন, ‘পার্সেল একটি ভিন্ন ধরনের গল্পের নাটক। তানিয়া বৃষ্টি আর আমার অভিনীত অনেক নাটক দর্শক পছন্দ করেছেন। এই নাটকটিও দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে আমার বিশ্বাস।’
নির্মাতা নাজমুল রনি জানিয়েছেন, পার্সেল নাটকটি শিগগির একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে, এরপর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে তানিয়া বৃষ্টি ও নিলয় আলমগীর জুটি। এই জুটি অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘সুখের স্যুটকেস’, ‘ঘরজামাই’, ‘আপন পর’, ‘ক্র্যাক গার্ল’, ‘বউয়ের মন পুলিশ পুলিশ’ ইত্যাদি। এবার এই জুটি নিয়ে নতুন নাটক নির্মাণ করলেন নাজমুল রনি। নাটকের নাম ‘পার্সেল’। একটি পার্সেলকে কেন্দ্র করে এগিয়েছে নাটকের গল্প। রচনা করেছেন অনামিকা মন্ডল।
পরিচালক নাজমুল রনি বলেন, ‘অভিনেতা হিসেবে নিলয় আলমগীর ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছেন। তানিয়া বৃষ্টিও এখন অভিনয়ে পরিপক্ব। তাঁকে দিয়ে যেকোনো চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করানো যায়। আমি এর আগে তানিয়াকে নিয়ে একটি নাটক নির্মাণ করেছি। এটা বলতেই হয় যে কাজের প্রতি তাঁর ডেডিকেশনই আজ তাঁকে এই অবস্থানে নিয়ে এসেছে। পার্সেল নাটকে নিলয় ও তানিয়া বৃষ্টি জুটি দারুণ অভিনয় করেছেন। তাঁদের অভিনয় এবং গল্প দর্শকদের মন জয় করবে বলে আমার বিশ্বাস।’
তানিয়া বৃষ্টি বলেন, ‘পার্সেল নাটকের গল্পটা আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। একটি পার্সেলকে কেন্দ্র করে মূলত নাটকের গল্প এগিয়ে যায়। আমার চরিত্রটি কখনো স্বাভাবিক, কখনো অস্বাভাবিক হয়ে ওঠে। পরিচালকের সঙ্গে আলোচনা করে চরিত্রটির জন্য নিজেকে তৈরি করেছি। সাধ্যমতো চেষ্টা করেছি, চরিত্রটি শতভাগ ফুটিয়ে তোলার। আমি চাইছি, একই ঘরানার নাটকে আবদ্ধ না থেকে নানা ধরনের চরিত্রের নাটকে অভিনয় করতে। ভবিষ্যতেও দর্শক আমাকে ব্যতিক্রমধর্মী বিভিন্ন চরিত্রে দেখতে পাবেন।’
অভিনেতা নিলয় আলমগীর বলেন, ‘পার্সেল একটি ভিন্ন ধরনের গল্পের নাটক। তানিয়া বৃষ্টি আর আমার অভিনীত অনেক নাটক দর্শক পছন্দ করেছেন। এই নাটকটিও দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে আমার বিশ্বাস।’
নির্মাতা নাজমুল রনি জানিয়েছেন, পার্সেল নাটকটি শিগগির একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে, এরপর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
বাংলাদেশে আসার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিজেই নিশ্চিত করেছেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর। গতকাল বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে বাংলাদেশে আসার খবর জানিয়ে তিনি লেখেন, ‘হাই বাংলাদেশ, শিগগিরই দেখা হবে।’
৫ ঘণ্টা আগেদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আনোয়ার সিরাজী পরিচালিত ‘অন্ধকারে আলো’। আসমান জমিন প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মীর লিয়াকত আলী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাকিব শিকদার, মুসকান ইসলাম, তিথি চৌধুরী, রেবেকে রউফ, জ্যাকি আলমগীর প্রমুখ।
৫ ঘণ্টা আগে‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ সিরিজ দিয়ে প্রশংসিত হয়েছেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। এবার তিনি বানিয়েছেন ‘দেলুপি’ নামের পূর্ণদৈর্ঘ্য সিনেমা। প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন থেকে জানানো হয়েছে, শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
৫ ঘণ্টা আগে২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহির। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তাঁরা। এরপর জুটি হয়ে অভিনয় করেন ‘অন্যরকম ভালোবাসা’, ‘তবু ভালোবাসি’, ‘কি দারুণ দেখতে’, ‘অনেক সাধের ময়না’সহ বেশ কিছু সিনেমায়।
১৭ ঘণ্টা আগে