বিয়ে করলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিকা আমিন। তাঁর জীবনসঙ্গীর নাম সাইফ বাসুনিয়া। তিনি অস্ট্রেলিয়াপ্রবাসী। আজ শুক্রবার দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে অভিনেত্রীর বাসায় আকদ সম্পন্ন হয়। ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে নিজের বিয়ের খবর জানিয়েছেন তানজিকা আমিন।
২০১৮ সাল থেকে সাইফ বাসুনিয়ার সঙ্গে পরিচয় তানজিকার। পরিচয় গড়ায় বন্ধুত্ব ও প্রেমে। অবশেষে দুজনের বিয়ের মধ্য দিয়ে পরিণতি পেল সেই সম্পর্ক। তানজিকা বলেন, ‘সাইফকে ২০১৮ সাল থেকে চিনলেও কখনো তাঁকে বিয়ে করব, এমনটা ভাবিনি। আমাদের বন্ধুত্ব ছিল। সেটা যে প্রেম বা বিয়েতে গড়াবে, তা ভাবিনি। অবশেষে তা হয়ে গেল।’
বিয়েতে মায়ের শাড়ি পরেছিলেন তানজিকা। শুধু শাড়ি নয়, তানজিকার গয়নাও ছিল পুরোনো ডিজাইনের। তানজিকা আমিন বলেন, ‘বেশ কয়েক বছর আগে আমার মায়ের বিয়ের শাড়ি দিয়ে ওড়না বানানোর কথা ভেবেছিলাম, বিয়ের ওড়না। যে আমার বিয়ের কস্টিউম ডিজাইন করেছে, সে পরামর্শ দিল বিয়েতে এই শাড়ি পড়লেই বেশি ভালো লাগবে। পরে এর সঙ্গে মানায় এমন ওড়না, ব্লাউজ ও অন্য সবকিছু সে-ই বানিয়ে দিয়েছে। আমি যে গয়না পরেছি, সেটাও ৫০ বছর আগের নকশায় করা।’
একেবারে হুট করেই বিয়ের সিদ্ধান্ত হওয়ায় কোনো আয়োজন করা সম্ভব হয়নি বলে জানান তানজিকা। শিগগিরই সবাইকে নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছা আছে তাঁর। এটি তানজিকার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৮ সালে নির্মাতা ও স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেছিলেন তিনি।
বিয়ে করলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিকা আমিন। তাঁর জীবনসঙ্গীর নাম সাইফ বাসুনিয়া। তিনি অস্ট্রেলিয়াপ্রবাসী। আজ শুক্রবার দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে অভিনেত্রীর বাসায় আকদ সম্পন্ন হয়। ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে নিজের বিয়ের খবর জানিয়েছেন তানজিকা আমিন।
২০১৮ সাল থেকে সাইফ বাসুনিয়ার সঙ্গে পরিচয় তানজিকার। পরিচয় গড়ায় বন্ধুত্ব ও প্রেমে। অবশেষে দুজনের বিয়ের মধ্য দিয়ে পরিণতি পেল সেই সম্পর্ক। তানজিকা বলেন, ‘সাইফকে ২০১৮ সাল থেকে চিনলেও কখনো তাঁকে বিয়ে করব, এমনটা ভাবিনি। আমাদের বন্ধুত্ব ছিল। সেটা যে প্রেম বা বিয়েতে গড়াবে, তা ভাবিনি। অবশেষে তা হয়ে গেল।’
বিয়েতে মায়ের শাড়ি পরেছিলেন তানজিকা। শুধু শাড়ি নয়, তানজিকার গয়নাও ছিল পুরোনো ডিজাইনের। তানজিকা আমিন বলেন, ‘বেশ কয়েক বছর আগে আমার মায়ের বিয়ের শাড়ি দিয়ে ওড়না বানানোর কথা ভেবেছিলাম, বিয়ের ওড়না। যে আমার বিয়ের কস্টিউম ডিজাইন করেছে, সে পরামর্শ দিল বিয়েতে এই শাড়ি পড়লেই বেশি ভালো লাগবে। পরে এর সঙ্গে মানায় এমন ওড়না, ব্লাউজ ও অন্য সবকিছু সে-ই বানিয়ে দিয়েছে। আমি যে গয়না পরেছি, সেটাও ৫০ বছর আগের নকশায় করা।’
একেবারে হুট করেই বিয়ের সিদ্ধান্ত হওয়ায় কোনো আয়োজন করা সম্ভব হয়নি বলে জানান তানজিকা। শিগগিরই সবাইকে নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছা আছে তাঁর। এটি তানজিকার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৮ সালে নির্মাতা ও স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেছিলেন তিনি।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
৭ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১০ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১২ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১৫ ঘণ্টা আগে