Ajker Patrika

যুক্তরাষ্ট্রে বিয়ের পিঁড়িতে অভিনেত্রী নাফিজা

যুক্তরাষ্ট্রে বিয়ের পিঁড়িতে অভিনেত্রী নাফিজা

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাফিজা জাহান। ২০১৩ সালের মাঝামাঝি সময়ে অভিনয় ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই লাক্স তারকা। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী দীপকে বিয়ে করেন নাফিজা। সেখানে গিয়ে অভিনয় ছেড়ে স্বামী-সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন এই দম্পতি। তবে আজ জানা গেল নতুন খবর, ফের বিয়ের পিঁড়িতে বসেছেন নাফিজা। শুক্রবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি রাজিব হাসানকে বিয়ে করেছেন তিনি। এর আগে ৪ নভেম্বর তারা গায়ে হলুদ সারেন। তবে জানা যায়নি, কবে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিয়ের ঘোষণা দেন অভিনেত্রী। বিয়ের সাজের ছবি দিয়ে নাফিজা লেখেন, ‘তোমার সঙ্গে দেখা না হলে, ভালবাসার দেশটা আমার দেখা হত না...’ তিনি নিজের পুরনো সম্পর্কের কথাও টেনে আনেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নাফিজা লিখেছেন, ‘পূর্বের সংসারে দীর্ঘ সময় পূর্ব থেকে ভংগুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার পক্ষের প্রচেষ্টা কেউ দেখতে পায়নি। আমার প্রতিদিনের সকালের শুরুটাও কেউ দেখেনি, আর সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে গভীর রাতে ঘুমাতে যাওয়ার দৃশ্যটাও কেউ দেখেনি। সবকিছু সবাই দেখতে পায় না, এমনকি আমরা ইচ্ছা করেও সব কিছু প্রকাশ্যে আনিনা সমাজের লোকেদের মন্তব্যের ভয়ে। বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করে আর আমিও ব্যতিক্রম নই। সুতরাং যারা সবার বেলায় মনগড়া মন্তব্য করেন তারা আমার স্থানে নিজেকে বসিয়ে একবার চিন্তা করবেন আশা রাখি। দ্বিতীয় বিবাহ জগতে এইটাই প্রথম না।’
নাফিজার বিয়ের খবরে অরুণা বিশ্বাস, তানভীন সুইটি, বন্যা মির্জা, ঈশিতা, শতাব্দী ওয়াদুদ, শাহনাজ খুশি, তমালিকা কর্মকার, হাসান মাসুদ, ছন্দা, জেনি, মনিরা মিঠু, আহসান হাবিব নাসিম, সোহানা সাবা, বিজরী বরকতুল্লাহ, মৌসুমী নাগ, শানারৈই দেবী শানুসহ শোবিজ অঙ্গনের অনেকেই অভিনন্দন জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত