Ajker Patrika

২২ ডিসেম্বর আসছে কারাগার পার্ট ২

২২ ডিসেম্বর আসছে কারাগার পার্ট ২

প্রথম সিজন প্রচারের পর তুমুল জনপ্রিয়তা পায় ‘কারাগার’। সেই থেকে হইচইয়ের এই সিরিজটির দ্বিতীয় সিজনের অপেক্ষায় দর্শক। নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী ওয়েব সিরিজটির প্রতি পরতে রহস্য বুনে গেছেন। নির্মাতা কীভাবে খুলবে সব রহস্যের গিঁট, সেটি দেখার জন্যই দর্শকের আগ্রহ আকাশছোঁয়া।

সিরিজের দ্বিতীয় পার্ট মুক্তি পাওয়ার কথা ছিল ১৫ ডিসেম্বর। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। নতুন মুক্তির তারিখ ঘোষণা করেছে ২২ ডিসেম্বর। বিশ্বকাপ ফুটবলের কারণেই এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরিজের মূল অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি নিজেও এমন সিদ্ধান্তে খুশি হতে পারছেন না। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘এক সপ্তাহ পেছানোর কারণে আমারও মেজাজ একটু খারাপ।’ চঞ্চল ছাড়াও এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিণ, নাঈম, বিজরী বরকতুল্লাহ প্রমুখ।

‘কারাগার পার্ট ২’-এর পোস্টারপ্রথম সিজনের শুরুতে চঞ্চল চৌধুরীকে পাওয়া যায় কারাগারের একটি পরিত্যক্ত সেলে। সে কীভাবে সেখানে এল, তা নিয়ে দর্শকের ছিল কৌতূহল। পুরো সিজনে একটি কথাও বলতে শোনা যায়নি তাকে। যতটুকু বাক্যালাপ হয়েছে, সবই ইশারায়। সবাই ধরে নিয়েছিল, লোকটি কথা বলতে পারে না। ইশারায় যতটুকু বলে, যাকে নিয়ে বলে সেটা আবার বাস্তবে মিলে যায়। তবে প্রথম সিজনের শেষ দৃশ্যে মুখ খোলে চঞ্চল অভিনীত চরিত্রটি।

দ্বিতীয় সিজনে টুইস্ট আছে আরও। পোস্টারে দেখা গেছে দুজন চঞ্চল মুখোমুখি দাঁড়িয়ে। ধারণা করা হচ্ছে দ্বৈত চরিত্রে দেখা যাবে চঞ্চলকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত