ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার আত্মহত্যা চেষ্টার খবরটিকে ভুল বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে বিষয়টি নিয়ে পোস্ট দিয়েছেন তিশা। সেখানে তিনি জানিয়েছেন, তাঁর আত্মহত্যা চেষ্টার খবর ভুল। এর সঙ্গে অভিনেত্রী আরও জানিয়েছেন, মিডিয়ার কিছু মানুষ তাঁর ক্ষতির চেষ্টা করছে।
তানজিন তিশার কথায়, ‘গত রাতে আমার ফুড পয়জনিংয়ের পর কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিল, তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইড ইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমি এখন সম্পূর্ণ সুস্থ।’
নিজেকে মানসিকভাবে শক্তিশালী দাবি করে তানজিন তিশা জানিয়েছেন, আত্মহত্যার মতো পদক্ষেপ তাঁর পক্ষে নেওয়া কখনো সম্ভব নয়। তিনি লিখেছেন, ‘গত দুই বছর আগে আমার বাবা মারা যান এবং বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে কোনো মানুষের জন্য এই ধরনের পদক্ষেপ আমি জীবনেও নেব না।’
তিশার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ কথা বললে তাতে আপত্তি না থাকলেও তিনি জানিয়েছেন, তাঁরও ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলার থাকতে পারে। তিশার কথায়, ‘সবাইকে একটি বিষয় বলতে চাই যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন, তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে।’
মিডিয়ার কিছু মানুষ তাঁর ক্ষতির চেষ্টা করছে উল্লেখ করে শিগগিরই সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন তিশা। তিনি লিখেছেন, ‘যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে স্পেশালি আমার ফিমেল ও মেল কো-আর্টিস্ট, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ, যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকটা মানুষের নাম ম্যানশন করে অতি শিগগিরই আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য সাংবাদিক ভাই-বোনদের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করব। ধন্যবাদ।’
প্রসঙ্গত, গতকাল রাতে রাজারবাগের বাসা থেকে অসুস্থ অবস্থায় তিশাকে হাসপাতালে নিয়ে যান তাঁর বোন। তিশার অসুস্থতা বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া না গেলেও গণমাধ্যমে তাঁর ‘আত্মহত্যা চেষ্টার’ গুঞ্জন ছড়িয়ে পড়ে। তিশার পরিবারের বরাত দিয়ে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম তখন আজকের পত্রিকাকে জানান, অভিনেত্রী তানজিন তিশা রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি সুস্থ হলে বিস্তারিত জানাতে পারবেন।
এর সঙ্গে বিনোদন অঙ্গনে চাউর হয় ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তিশার প্রেম চলছে। কয়েক দিন ধরে তাঁদের মধ্যে মনোমালিন্য চলছে বলে গুঞ্জন ছড়িয়েছে। এর রেশ ধরেই আত্মহত্যার চেষ্টা করেন তিশা।
তবে এ বিষয়ে মুশফিক আর ফারহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া দেননি তিনি। ব্যক্তিগত নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। আর তিশার নম্বরটি বন্ধ পাওয়া যায়। সবশেষ ফেসবুক পোস্টে বিষয়টি খোলাসা করেন তিশা।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার আত্মহত্যা চেষ্টার খবরটিকে ভুল বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে বিষয়টি নিয়ে পোস্ট দিয়েছেন তিশা। সেখানে তিনি জানিয়েছেন, তাঁর আত্মহত্যা চেষ্টার খবর ভুল। এর সঙ্গে অভিনেত্রী আরও জানিয়েছেন, মিডিয়ার কিছু মানুষ তাঁর ক্ষতির চেষ্টা করছে।
তানজিন তিশার কথায়, ‘গত রাতে আমার ফুড পয়জনিংয়ের পর কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিল, তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইড ইফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমি এখন সম্পূর্ণ সুস্থ।’
নিজেকে মানসিকভাবে শক্তিশালী দাবি করে তানজিন তিশা জানিয়েছেন, আত্মহত্যার মতো পদক্ষেপ তাঁর পক্ষে নেওয়া কখনো সম্ভব নয়। তিনি লিখেছেন, ‘গত দুই বছর আগে আমার বাবা মারা যান এবং বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে কোনো মানুষের জন্য এই ধরনের পদক্ষেপ আমি জীবনেও নেব না।’
তিশার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ কথা বললে তাতে আপত্তি না থাকলেও তিনি জানিয়েছেন, তাঁরও ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলার থাকতে পারে। তিশার কথায়, ‘সবাইকে একটি বিষয় বলতে চাই যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন, তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে।’
মিডিয়ার কিছু মানুষ তাঁর ক্ষতির চেষ্টা করছে উল্লেখ করে শিগগিরই সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন তিশা। তিনি লিখেছেন, ‘যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে স্পেশালি আমার ফিমেল ও মেল কো-আর্টিস্ট, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ, যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকটা মানুষের নাম ম্যানশন করে অতি শিগগিরই আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য সাংবাদিক ভাই-বোনদের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করব। ধন্যবাদ।’
প্রসঙ্গত, গতকাল রাতে রাজারবাগের বাসা থেকে অসুস্থ অবস্থায় তিশাকে হাসপাতালে নিয়ে যান তাঁর বোন। তিশার অসুস্থতা বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া না গেলেও গণমাধ্যমে তাঁর ‘আত্মহত্যা চেষ্টার’ গুঞ্জন ছড়িয়ে পড়ে। তিশার পরিবারের বরাত দিয়ে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম তখন আজকের পত্রিকাকে জানান, অভিনেত্রী তানজিন তিশা রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি সুস্থ হলে বিস্তারিত জানাতে পারবেন।
এর সঙ্গে বিনোদন অঙ্গনে চাউর হয় ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তিশার প্রেম চলছে। কয়েক দিন ধরে তাঁদের মধ্যে মনোমালিন্য চলছে বলে গুঞ্জন ছড়িয়েছে। এর রেশ ধরেই আত্মহত্যার চেষ্টা করেন তিশা।
তবে এ বিষয়ে মুশফিক আর ফারহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া দেননি তিনি। ব্যক্তিগত নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। আর তিশার নম্বরটি বন্ধ পাওয়া যায়। সবশেষ ফেসবুক পোস্টে বিষয়টি খোলাসা করেন তিশা।
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
১০ মিনিট আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
৮ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
১৩ ঘণ্টা আগে