Ajker Patrika

‘হিশি’ নিয়ে বিপত্তি!

আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৮: ১০
‘হিশি’ নিয়ে বিপত্তি!

একজন তরুণী কানাডা থেকে বাবার কাছে নিজেদের রিসোর্টে আসে। কিন্তু টয়লেটের দরজায় লেখা ‘হি’ মানে পুরুষ এবং ‘শি’ মানে মহিলা। ম্যানেজার মোবাইল ফোনে কথা বলতে বলতে মহিলা টয়লেটে ঢুকে পড়ে। এসব নিয়ে ম্যানেজারের সঙ্গে মেয়েটির বিপত্তি বাঁধে। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘হিশি’। আজ সন্ধ্যায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়েছে।

‘হিশি’ নাটকে রিসোর্ট ম্যানেজার চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। বাবা-মেয়ের ভূমিকায় দেখা যাবে তারিক আনাম খান ও সামিরা খান মাহিকে।

নাটকটি যৌথভাবে লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও সোহাগ রানা। রাজ বলেন, ‘রিসোর্টে বেড়াতে গিয়ে আমাদের অনেকেরই নানা অভিজ্ঞতা হয়। এগুলোর কোনোটা হাসির, কোনোটা আনন্দের, আবার কিছু ঘটনা কষ্টেরও। এসব মিশ্র অনুভূতি নিয়ে সাজানো হয়েছে হিশি নাটকের গল্প।’

‘হিশি’ নাটকে তারিক আনাম খান ও মুশফিক আর ফারহানসিনেমাওয়ালার প্রযোজনায় তৈরি ‘হিশি’ নাটকে থাকছে নতুন একটি গান। ‘আমি তো বুঝিনি কখন’ শিরোনামের এই গানটি গেয়েছেন তাসনিম আনিকা। এর কথা লিখেছেন এবং সুর ও সংগীতায়োজন করেছেন আপেল মাহমুদ এমিল।

নাটকে আরও অভিনয় করেছেন তানজিম হাসান অনিক, নঈম ইমতিয়াজ নেয়ামূল, সানজিদা ও ফারিহা। চিত্রগ্রহণে ছিলেন ফুয়াদ বিন আলমগীর, সম্পাদনা করেছেন রাশেদ রাব্বী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত